জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহার মহল গ্রামের আমির হোসেন (৩৮) কে ইয়াবাসহ আটক করেছে ব্রাম্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৩২০০ (তিন হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে আশুগঞ্জ থানা পুলিশ। আটক আমির হোসেন জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহার মহল গ্রামের মৃত লিয়াকত আলী ও রিনা বেগমের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply