1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে শিব্বির আহমদ ওয়েলফেয়ার ট্রাস্টের হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন জকিগঞ্জে বাতাসে উড়িয়ে নিয়ে গেল মাদ্রাসার টিনসেড ঘর! পাঠদান ব্যাহত জকিগঞ্জে জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জকিগঞ্জে ছাত্রশিবিরের সংবর্ধনা পেয়েছে এসএসসি ও দাখিল উত্তীর্ণ পাঁচ শতাধিক শিক্ষার্থী জকিগঞ্জের ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন খেলাফত মজলিসের কমিটি গঠন জকিগঞ্জে ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী শিক্ষাসভা অনুষ্ঠিত জকিগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে জকিগঞ্জে একযোগে অর্ধশতাধিক কিন্ডারগার্টেনের মানববন্ধন জকিগঞ্জের ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীকে সানুনান্দ সংবর্ধনা প্রদান

জকিগঞ্জের ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা-এর প্রাক্তন ছাত্র পরিষদ-এর আহবায়ক কমিটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে গঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১১ ঘটিকায় ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা মসজিদে সাবেক শিক্ষার্থীদের এক শুভেচ্ছা সমাবেশে এ কমিটি গঠন করা হয়। মাদরাসার সাবেক ছাত্র ও শিক্ষক ক্বারী মাওলানা আজিজুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত এ শুভেচ্ছা সমাবেশে মাদরাসার সাবেক শিক্ষার্থীরা নিজ নিজ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। মাদরাসার সাবেক ছাত্র প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাকিম, শিক্ষক কবি মহিউদ্দিন হায়দার ও লন্ডন প্রবাসী মাওলানা আব্দুল কুদ্দুস-এর যৌথ পরিচালনায় সমাবেশে মাদরাসার শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে ব্যাপক আলোচনা ও পর্যালোচনা শেষে ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠন “ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ” গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠনের জন্য
সাবেক শিক্ষার্থীদের প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সকলের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট সার্চকমিটি গঠন করা হয়। সার্চকমিটির দায়িত্ব পালন করেন. জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহীদ আহমদ কামালী, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোঃ আব্দুল বাছিত, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ এখলাসুর রহমান ও সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আবদুল জব্বার।
সার্চকমিটির ঐক্যমতের ভিত্তিতে নিম্নবর্ণিত ব্যক্তিবর্গকে নিয়ে ২০২৫ সালের জন্য প্রাক্তন ছাত্র পরিষদ-এর আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজিজুর রহমান তাপাদার, সদস্য সচিব লন্ডন দারুল হাদীস মাদরাসার সিনিয়র শিক্ষক বিশিষ্ট লেখক মাওলানা আব্দুল আউয়াল হেলাল, যুগ্ম আহবায়ক হাতিডহর গ্রামের মাওলানা মোঃ ইমাদ উদ্দিন, হবিবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হাকিম, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ছালিক আহমদ, ফেঞ্চুগঞ্জ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল ওহাব, জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কবি মহিউদ্দিন হায়দার, সোনাসার গ্রামের মাওলানা নজরুল হক, চান্দগ্রাম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওহীদুজ্জামান চৌধুরী খছরু, ডা: তফজ্জুল আলী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহিবুর রহমান, মাওলানা মোঃ আব্দুর রহমান, মাওলানা মোঃ আমিনুল ইসলাম (ইউকে), মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, (ইউকে), ইছামতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শাহিন আহমদ, বাল্লাহ গ্রামের আহমদ ছিদ্দিক চৌধুরী হাসান, মুহাম্মদপুর গ্রামের মোঃ আব্দুল হালিম।
শুভেচ্ছা সমাবেশকে কেন্দ্র করে ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার সাবেক কয়েকশত শিক্ষার্থী দীর্ঘদিন পর উপস্থিত হয়েছিলেন নিজ প্রতিষ্ঠানের আঙ্গিনায়। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অধ্যাপক, প্রভাষক, শিক্ষক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় কর্মরত আছেন তারাও উপস্থিত হয়েছিলেন। সিনিয়র-জুনিয়র সবাই একাকার হয়ে জমিয়ে তুলেছিলেন শুভেচ্ছা সমাবেশ। পরিচিতিপর্ব, আলোচনা, আড্ডা, গল্প ও ছবি তোলা কিছুই বাদ যায়নি। কয়েক ঘন্টার জন্য সবাই হয়ে উঠেছিলেন শিক্ষার্থী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট