জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী এবং বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করেছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটের সময় ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমীর গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দিন, ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হক, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সাবেক প্রধান শিক্ষক মোঃ ইমাম উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ কবি এম.এ. ফাত্তাহ্, প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা মামুন আহমদ, সাবেক সভাপতি ডা. তাজ উদ্দিন ও জকিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদ। এছাড়াও সংবর্ধিত ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন তানভীর আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসাইন বলেন- শিক্ষার্থীরা আজ নানা ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, সমাজের প্রতিটি বাবা-মা তাঁদের সন্তানের জন্মের পর স্বপ্ন দেখেন, একদিন সে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোনো প্রতিষ্ঠিত পেশাজীবী। কিন্তু দুঃখজনকভাবে এখন আর কেউ চান না তাঁদের সন্তান রাজনীতিবিদ হোক। কারণ গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনে শেখ হাসিনা দেশের রাজনীতিকে এমনভাবে ধ্বংস করেছেন যে, রাজনীতি আজ আদর্শ, নীতি ও মানবিকতার জায়গা হারিয়ে ফেলেছে। ফলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। এভাবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্রক্রিয়াটি থমকে গেছে। তবে আমি বিশ্বাস করি- বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে আবার শান্তি ফিরে আসবে।
Leave a Reply