সিলেটের জকিগঞ্জে নুসরাত জান্নাত জুঁই (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী গত দু’দিন থেকে নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) জুম্মার নামাজের পর জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের গদাধর গ্রামের নানা বাড়ি থেকে নিখোঁজ হয় ওই মাদ্রাসা ছাত্রী। সে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লিটন আহমদ ও পারভীন বেগমের মেয়ে। তবে ছোট বেলা থেকেই মেয়েটির বাবা-নেই বলে জানা গেছে। সে কারণে মেয়েটি গদাধর গ্রামে নানা মৃত জমির উদ্দিনের বাড়িতে থেকে স্থানীয় সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদ্রাসায় লেখাপড়া করতো।
বিষয়টির সত্যতা স্বীকার করে এ ঘটনায় জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্ততির কথা জানিয়েছেন মেয়েটির মামা মহিউদ্দিন সুজন। তিনি আরও জানান, তাঁর ভাগনী জুঁই নিখোঁজের ঘটনায় পরিবার চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে। তাদের ধারণা তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। আবার প্রেম ঘটিত কারণেও নিখোঁজ হতে পারে বলেও ধারণা করছেন অনেকে। পরিবারের লোকজন মনে করেন, মাদ্রাসায় লেখাপড়া করলেও তার মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো জ্ঞান কিংবা বুদ্ধি এখনো তৈরি হয়নি। এজন্য কেউ তাকে ফুসলাইয়া বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে যেতে পারে। তবে যেকোনো ভাবে মেয়েটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন মামা মহিউদ্দিন সুজন। গত দুই দিনেও মেয়ের কোন সন্ধান না পাওয়ায় পাগল প্রায় ওই ছাত্রীর মামাদের পরিবার। অনেকটা সহজ সরল মেয়েকে কেউ প্রলোভন দেখিয়ে অথবা অসৎ উদ্দেশ্যে তার হেফাজতে রাখতে পারে এমন আশঙ্কা করছে পরিবারটি। তাঁরা মেয়েটিকে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের সক্রিয় পদক্ষেপ এবং এলাকাবাসীর সহায়তা চেয়েছেন। এছাড়া মেয়েটির কোন সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে, মোবাইল: ০১৮৫০৯২৫৮৫৬।
Leave a Reply