জকিগঞ্জে যুবদলের এক সক্রিয় কর্মী ও তার ভাইয়ের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। একটি চুরি’র মামলাও হয়েছে জকিগঞ্জ থানায়। মঙ্গলবার (২৯ জুলাই) কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র দনা বালিছড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ মুহিন উদ্দিন মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে যুবদল কর্মী জাহাঙ্গির আলম রিপন (৩২) ও তার আপন ছোট ভাই ইমন আহমদ (২৭)। তবে মামলা দায়েরের একদিন পর বৃহস্পতিবার (৩১ জুলাই) জকিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবুল আহমদ তাদের আত্মীয় হন। তাঁর সাথে তাদের লেনদেন রয়েছে। গত রোববার (২৭ জুলাই) আনুমানিক জোহরের সময় বাদী বাবুল আহমদের নিকট থেকে তাদের পাওনা ৬০ হাজার টাকা আনতে গেলে বাবুল আহমদ নগদ ৪০ হাজার টাকা তাকে দিয়ে তার দোকানে বসিয়ে রেখে বাকি ২০ হাজার টাকা অন্য দোকান থেকে আনতে যান। এ সময় অভিযুক্ত জাহাঙ্গির আলম রিপন বিষয়টি দেখেন। ঘন্টা তিনেক পর আনুমানিক বিকাল ৫টার দিকে জাহাঙ্গির আলম রিপন বাবুল আহমদের দোকানে এসে বাদীকে একা পেয়ে কিল, ঘুষি মেরে ধস্তাধস্তি করে পকেট থেকে ৪০ হাজার টাকা নিয়ে যান। এ সময় মুহিন উদ্দিন চিৎকার দিলে জাহাঙ্গির আলম রিপনের ভাই ইমন আহমদ ছুটে এসে তাকে গালাগালি ও হুমকি দিলে বেশী লোকজন জড়ো হলে তারা পালিয়ে যান।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল কর্মী জাহাঙ্গির আলম রিপন বলেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও পরিকল্পিত। এইদিন এই সময়ে এ ধরণের কোন ঘটনাই ঘটেনি।
তিনি জানান, পূর্ববিরোধের জেরধরে আওয়ামী লীগের কতিপয় দোসর এ মামলা দায়ের করেছেন। রিপন নিজেকে যুবদলের একজন নিবেদিত কর্মী ও আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মামলার আসামী দাবী করে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এবং সেই আন্দোলনে আহত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দিয়েছিলেন। এ কারণে তাকে হয়রানী করা হচ্ছে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় জকিগঞ্জ থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। এর ভিত্তিত দোষীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিবে।
Leave a Reply