জকিগঞ্জে বিগত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে যেমনি সুরমা-কুশিয়ারার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক তেমনি অতিবৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জকিগঞ্জ পৌরসভাসহ উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের বাড়ি ঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এনিয়ে উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের অভিযোগের শেষ নেই।
সেই পরিস্থিতিতে জলাবদ্ধতা নিরসনে সাধারণ জনগণের নিকট এগিয়ে এসেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন।
বুধবার (১৮ মে) তিনি জকিগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
এ সময় ওসি মোঃ মোশাররফ হোসেন দুর্গত জনগণের উদ্দেশ্যে বলেন, বর্তমান পরিস্থিতি একটি “প্রাকৃতিক দুর্যোগ,” এই দুর্যোগ নিরসনে বর্তমান সরকার জনপ্রতিনিধিদের মাধ্যমে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।
দুর্যোগকালীন সময়ে দিশেহারা না হয় ধৈর্য এবং সাহসিকতার সহিত দুর্যোগ মোকাবেলায় জনগণকে উৎসাহিত করেন। তিনি আরো বলেন, সকল পরিস্থিতিতেই পুলিশ প্রশাসন করোনা কালীন সময়ের মতোই সার্বিক সহায়তা করতে বদ্ধপরিকর।
Leave a Reply