সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন মহামান্য হাইকোর্ট। সোমবার (৬ মে) এ বিষয়টি অবগত করে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম।
আবেদনে চেয়ারম্যান উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে দু’টি ফৌজদারি মামলা হওয়ায় এবং তিনি মামলায় সেচ্ছায় কারাবরণ করায় তাঁর অনুপস্থিতিতে কাজ পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান-১ শিহাব উদ্দিনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়। তিনি মুক্তি লাভ করার পর তাঁর দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার, জকিগঞ্জ, সিলেট বরাবর চলতি বছরের ১৯ মার্চ এবং সিলেট জেলা প্রশাসক বরাবর বিগত ৬ এপ্রিল পৃথক দু’টি আবেদন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পরপর দু’টি আবেদন করার পরও কোন ধরণের কার্যক্রম গ্রহণ না করায় তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গত ২৮ এপ্রিল একটি রিট পিটিশন (নং-৬৪৯৪/২০২৫) দায়ের করেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক ফাতেমা নাজিব ও বিচারক সিকদার মজুমদার রাজী গত ২৮ এপ্রিল ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য নিদেশনা দিয়ে ভারপ্রাপ্ত দায়িত্বভার দেয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা মর্মেও ১৫ দিনের সময় দিয়ে রুল জারী নিশি জারি করেছেন। একই সাথে ৩ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য যে, গত বছরের ৫ আগস্টের পর ২টি মামলায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের নাম রয়েছে। একটির বাদী জাফর আহমদ ও অন্যটির বাদী মিলন আহমদ। এ দুটি মামলায় রফিকুল ইসলাম ছাড়াও ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, ইউপি চেয়ারম্যান আশরাফুল আম্বিয়াসহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি রয়েছেন। একই মামলায় আসামী হয়ে অন্যান্য ইউপি চেয়ারম্যান দায়িত্ব পালন করে আসলেও রফিকুল ইসলামকে দায়িত্বভার বুঝে দেয়া হচ্ছে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, আমাদের নিকট চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পাওয়ার আবেদন যেমন ছিল, ঠিক তেমনি উনার বিরুদ্ধে আবেদন ছিল। বিষয়টি প্রক্রিয়াধীন থাকাবস্থায় যেহেতু উচ্চ আদালত একটি নির্দেশনা প্রদান করেছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply