বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ জকিগঞ্জ উপজেলা শাখার অন্তর্গত ৩নং কাজলসার ইউনিয়ন শাখার নবগঠিত কমিটি পরিচিতি সভা ও আনন্দ মিছিল করেছে। সোমবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাসষ্টেনস্থ একটি কমিউনিটি সেন্টারে সভা শেষে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ৩নং কাজলসার ইউনিয়ন শাখার সভাপতি বানেশ্বর বিশ্বাস ও সাধারণ সম্পাদক বিবেক বিশ্বাসের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং কাজলসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জুলকারনাইন লস্কর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩নং কাজলসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান ও জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আব্দুস সুবহান।
বক্তব্য রাখেন ৯নং মানিকপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন দেব, সাধারণ সম্পাদক আজমল হোসেন, আওয়ামী লীগ নেতা সাধন বিশ্বাস, কৃষকলীগ নেতা জয়নাল আহমদ, আওয়ামী লীগ নেতা হারুন রশীদ ও যুবলীগ নেতা সেলিম আহমদ চৌধুরী প্রমূখ।
সভা শেষে আটগ্রাম বাসষ্টেশন এলাকায় এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে স্থানীয় রুনা এন্ড মান্না কমিউনিটি সেন্টারের সামনে এক পথসভা শেষে সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply