সারাদেশের ন্যায় পঞ্চম ধাঁপে গত ৫ই জানুয়ারী বুধবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বারের মতো পুনরায় নির্বাচিত হয়েছেন মহসিন মর্তুজা চৌধুরী টিপু। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৮শ ২২টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম চেয়ারম্যান প্রার্থী বিএনপি ঘরানার সাবেক চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন (নছির) আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করে পেয়েছেন ৪ হাজার ২শ ৭৭টি ভোট। এছাড়া বিএনপি ঘরানার অপর চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন রাজু মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে পেয়েছেন ১ হাজার ৬শ ৫৪টি ভোট, ইসলামী আন্দোলন মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফিজ জিল্লুর রহমান তাপাদার হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৭৮টি ভোট ও জাতীয় পার্টি ঘরানার চেয়ারম্যান প্রার্থী হাছান আহমদ খান চশমা প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে পেয়েছেন মাত্র ৫৪টি ভোট।
উল্লেখ্য যে, জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৮শ ৪৯ জন। এবারের নির্বাচনে মোট কাস্টিং ভোট ছিল ১১ হাজার ১শ ৯৮টি। তন্মধ্যে মোট বৈধ ভোট ১০ হাজার ৮শ ৮৫টি ও মোট অবৈধ (বাতিলকৃত) ভোট ৩শ ১৩টি।
Leave a Reply