1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে গত সাপ্তাহে একাধিক সড়ক দূর্ঘটনা: নিহত নেই. আহত অনেকেই জকিগঞ্জে প্রবাসী’র বাড়িতে চুরি সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হলেন জকিগঞ্জের শোয়েব জকিগঞ্জে বীরশ্রীতে আলোর পথে সমাজ কল্যানসংস্থার কমিটি গঠন কানাইঘাট বিএনপি’র জনসভায় আরব আমিরাত বিএনপি’র আহবায়ক জাকির হোসাইন সংবর্ধিত জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়– প্যারিসে চাকসু মামুন জকিগঞ্জের আটগ্রাম খেয়াঘাট ইজারাদারের বিরুদ্ধে মানববন্ধন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পুননির্মাণ কাজে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের এক কোটি টাকা অনুদান প্রদানের আশ্বাস শতবর্ষের ইতিহাসকে লালন করে সবাইকে জমিয়তের পতাকা তলে আসতে হবে–আল্লামা উবায়দুল্লাহ ফারুক জকিগঞ্জ যুবদলের কর্মীসভায় এড. মোমিন-তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে

জকিগঞ্জে গত সাপ্তাহে একাধিক সড়ক দূর্ঘটনা: নিহত নেই. আহত অনেকেই

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন উপজেলার কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা। এমন কোনো দিন নেই যে সড়ক দুর্ঘটনা ঘটেছে না। আর এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় পারিবারিক, সামজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবন ও সম্পদের। একটি দুর্ঘটনায় সারা জীবনের গ্লানি বয়ে বেড়ায় ভুক্তভোগী পরিবার। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পাশাপাশি অসংখ্য মানুষ সারাজীবনের জন্য পঙ্গুত্ববরণ করছে।
জানা যায়, গত এক সাপ্তাহে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে একাধিক সড়ক দূর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় কেউ নিহত না হলেও গুরুতর আহত হয়ে হাসপাতালে কারাচ্ছেন ৫/৭ ব্যক্তি। সর্বশেষ গত শুক্রবার (১৫ আগস্ট) বিকালে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের কলাকুটা নামক স্থানে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে দু’জন আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলেও আহোদের নাম পরিচয় জানা যায়নি।
একই দিন একই সময়ে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কামালগঞ্জ বাজারের পাঁশে আনসারী জামে মসজিদের নিকট সিলেট-জকিগঞ্জ সড়কে একজন পথচারীকে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। এতে মারাত্মক আহত হন পথচারী ফারুক আহমদ। এ সময় প্রাইভেট কারটি লাইনচ্যুত হয়ে রাস্তার পাঁশে পড়ে যায়। তবে কারে থাকা লোকজনের তেমন কিছু হয়নি।
বৃহস্পতিবারে (১৪ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন অফিসের পাঁশে সিলেট-জকিগঞ্জ সড়কের হানিফগ্রাম দারুল ফয়েজ মাদ্রাসার পাঁশে একটি দশ সিটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ড্রাইভার সহ দু’জন আহত হন। এ দুর্ঘটনায় দশসিটা চালক গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি। ঘটনার পর সিলেট-জকিগঞ্জ সড়কে কিছুক্ষণ যান চলাচলে বন্ধ থাকলেও পরবর্তীতে তা স্বাভাবিক হয়ে যায়।
সোমবার (১১ আগস্ট) সকাল ৯ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন মেরিট হোমের পাঁশে সিলেট-জকিগঞ্জ সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে যায়। তব এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, উল্লেখিত ৪টি দূর্ঘটনার বাহিরেও প্রতিদিন ১/২টি সড়ক দুর্ঘটনা ঘটছে। টমটম, দশসিটা, সিএনজি, ট্রলি ও মোটর সাইকেল দূর্ঘটনা এখন জকিগঞ্জবাসীর নিত্যদিনের সঙ্গী। তবে এসব ঘটনা গ্রামীণ সড়কগুলোতে হয়ে থাকে বলে মিডিয়ায় প্রচার হয়না। এ কারণে জকিগঞ্জের সড়ক দূর্ঘটনার সঠিক পরিসংখ্যান জানা মুশকিল।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জের একাধিক ব্যক্তিবর্গ জানান, সড়ক দুর্ঘটনা যেন এ উপজেলার নিত্যদিনের দুঃসংবাদ। একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের শুধু কান্না নয়, কোনো কোনো সময় সারা জীবনের জন্য ওই পরিবারের ওপর চেঁপে বসে পাহাড়সম কষ্টের পাথর। পরিবারে একমাত্র উপার্জনশীল ব্যক্তিটি যখন দুর্ঘটনার শিকার হয়ে মারা যান, তখন ওই পরিবারটির বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়ে। তাদের সব আশা-স্বপ্ন ও সুন্দর ভবিষ্যৎ হয়ে পড়ে অনিশ্চিত। নিহত পরিবারে চলছে কান্না আর কান্না! কেউ জানেন না এ কান্নার আর কষ্টের শেষ কোথায়।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমরা নিয়মিত জনসচেতনতা তৈরির চেষ্টা করি। প্রায় প্রতি মাসে সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করি। তবে এ ক্ষেত্রে যারা ড্রাইভিং করে তাদের আইন মেনে চলতে হবে। এরপরও আমরা বিআরটিএ কে বলছি প্রশিক্ষণের ব্যবস্থা করতে। যাতে সড়ক দুর্ঘটনা কিছুটা হলেও কমানো যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট