জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ২নং ওয়ার্ডের অন্তর্গত আটগ্রাম এলাকার পূর্ব চারিগ্রামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার সন্ধ্যায় মারজানা আক্তার (২৩) নামের ওই গৃহবধু স্বামী ও শাশুড়ির অনুপস্থিতিতে স্বামীর বাড়ির রান্না ঘরে নিজের গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসী জানান।
নিহত গৃহবধু মারজানা আক্তার জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন-এর ৩নং ওয়ার্ডের অন্তর্গত হানিফগ্রামের হাফিজ আহমদ-এর মেয়ে। ২০১৭ সালে আটগ্রাম এলাকার পূর্ব চারিগ্রামের কুটি বলাই মিয়ার ছেলে হাসান আহমদ হোসন-এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। আরিয়ান ও আনিশা নামে তাদের ৩ বছরের দু’টি জমজ সন্তান রয়েছে। গৃহবধু মারজানা নিজের স্বামী ও শাশুড়িকে নিয়ে সুখে শান্তিতে থাকলেও বেশ ক’বছর থেকে তিনি মানসিক রোগে ভূগছিলেন বলে স্থানীয় লোকজন জানান।
মানসিক সমস্যার কারণেই আত্মহত্যা করতে পারেন বলে গৃহবধু মারজানা’র স্বামী, শাশুড়ি, বাবা, মা ও ভাই সহ এলাকাবাসী ধারণা করছেন।
তবে ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক সরেজমিন পরিদর্শন করেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন সহ একদল পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি.ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Leave a Reply