সিলেটের জকিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদটি গত চার মাস ধরে শূন্য থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ জনগণ।
ভূমি অফিসের জরুরি সেবা যেমন নামজারি, মিসকেস, জমি হস্তান্তর, খাজনা প্রদান প্রভৃতি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এপ্রিল মাসের ৬ তারিখ থেকে এসিল্যান্ডের পদটি শূন্য রয়েছে। ফলে এ দায়িত্ব সামলাতে হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)। ১টি পৌরসভা ৯টি ইউনিয়নের হাজারো সেবাপ্রত্যাশী ভূমি সংক্রান্ত কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন।
বর্তমান ইউএনও মোঃ মাহবুবুর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কাজ পরিচালনা করছেন। কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব একসাথে পালনের ফলে নিয়মিতভাবে ভূমি অফিসে সময় দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।
উপজেলার বালাউট গ্রামের বাসিন্দা শাহরিয়ার হোসেন টুটুল বলেন, “দুই মাস আগে নামজারির জন্য আবেদন করেছিলাম, এখনও কোনো অগ্রগতি হয়নি। অফিসে গিয়ে কেউ সঠিক তথ্যও দিতে পারছে না।”
একইভাবে, দলিল লেখক এবং সেবা প্রার্থীরাও ভূমি অফিসের সেবা বন্ধ থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা জানান, এসিল্যান্ড ছাড়া উপজেলার অধীনস্থ সহকারী ভূমি অফিস কার্যত অচল হয়ে গেছে। অনেক গুরুত্বপূর্ণ ফাইল নামজারি ও মিসকেস ঝুলে আছে দীর্ঘদিন ধরে।
একাধিক ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা বলেন, এসিল্যান্ড না থাকায় নামজারি ও জমাখারিজের কাজ ধীরগতিতে চলছে। সেবাপ্রত্যাশীদের বোঝানোও কঠিন হয়ে পড়েছে।
ভূমি সেবা পেতে ব্যর্থ হয়ে সেবা প্রার্থী হামিদুর রহমান বলেন, “তিন মাস থেকে একটি ভিপি খাজনা দিতে অনেকবার ভূমি অফিসে গিয়ে শুধু এসিল্যান্ড না থাকায় হচ্ছেনা বলে সময় ক্ষেপন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান জানান, ভূমি অফিসের কাজ আমি নিজে চালিয়ে যাচ্ছি। নাগরিক সুবিধা পেতে তেমন কোন অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছেনা। তবে এসিল্যান্ড পদে দ্রুত পদায়নের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, সমস্যা দ্রুতই সমাধান হবে।
এ বিষয়ে জানতে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ-এর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, ভূমি প্রশাসনের গুরুত্ব বিবেচনায় এসিল্যান্ডের পদটি দীর্ঘদিন শূন্য থাকা শুধু স্থানীয় নয়, প্রশাসনিক দৃষ্টিকোণ থেকেও উদ্বেগজনক। স্থানীয়রা দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।
Leave a Reply