“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে আন্তরিক পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও উপকারভোগীদের মাঝে নাগরিক সুবর্ণ কার্ড বিতরণ। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা এসডিএসের পক্ষ থেকে দু’জন অসহায় মানুষকে নগদ অনুদান ও কম্বল বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাসের সভাপতিত্বে ও খলাছড়া জনকল্যাণ সংস্থার সদস্য সচিব ময়নুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত “আত্ম-অনুসন্ধান ও যত্নশীল সমাজ: নবীন-প্রবীণ কথোপকথন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিবুল আলম শাওন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমদ, সোনালী ব্যাংক জকিগঞ্জ শাখার ব্যবস্থাপক তপন কুমার মণ্ডল এবং সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ। উপকারভোগীদের পক্ষে অনুভূতির কথা তুলে ধরেন মাওলানা আব্দুন নূর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান বলেন, সমাজসেবা কেবল একটি দপ্তর ভিত্তিক কার্যক্রম নয়, এটি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার নাম। মহানবী হযরত মুহাম্মদ (সা.) হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে যে মানবিক সমাজসেবার ভিত্তি স্থাপন করেছিলেন, তা আজও আমাদের পথ দেখায়। মদিনা সনদের মাধ্যমে তিনি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজের দৃষ্টান্ত স্থাপন করেন।
তিনি খলিফা হযরত ওমর (রা.)-এর সমাজ কল্যাণ মূলক শাসনের উদাহরণ তুলে ধরে বলেন, প্রকৃত সমাজসেবা তখনই সফল হয়, যখন সমাজের শেষ মানুষটিও নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ পায়। এ লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply