জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে রোববার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। রোমাঞ্চকর এ ফাইনালে মুখোমুখি হয় বনতেরাপুর লামারগ্রাম ফুটবল একাদশ ও থানাবাজার ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে থানাবাজার ফুটবল একাদশ জয়লাভ করে। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেইন।
প্রধান অতিথি জাকির হোসেইন বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তরুণ সমাজকে শৃঙ্খলা, দেশপ্রেম ও দায়িত্ববোধের শিক্ষা দিয়েছিলেন। আজকের এই টুর্নামেন্ট সেই আদর্শেরই প্রতিফলন।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি—যুব সমাজ এগিয়ে এলে দেশের ভাগ্য বদলে যাবে। খেলাধুলা তরুণদের ঐক্যবদ্ধ করে, নেতৃত্ব শেখায় এবং সমাজকে সুস্থ পথে এগিয়ে নেয়। আমি সবসময় এমন উদ্যোগের পাশে আছি এবং ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যেতে চাই ইনসাআল্লাহ বিএনপি ক্ষমতায় এলে জকিগঞ্জ কানাইঘাটে দুটি আলাদা আলাদা বড় খেলার মাঠ হবে।
জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আখতার হোসেন রাজু, জকিগঞ্জ পরিবেশক এসোসিয়েশনের সেক্রেটারি মোঃ আব্দুল কুদ্দুস, জকিগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর ও যুবদল নেতা হিফজুর রহমান প্রমূখ।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। মাঠজুড়ে তখন ছিল উৎসবের আমেজ। খেলায় প্রায় অর্ধলক্ষাধিক দর্শক উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানিয়েছেন।
Leave a Reply