সিলেটের জকিগঞ্জে ট্রলির চাঁপায় পিষ্ট হয়ে হাফিজ বদরুল ইসলাম (৫০) নামে এক কুরআনে হাফিজের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে উপজেলার আটগ্রাম বাসস্টেশনের স’মিলের পাঁশে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হাফিজ বদরুল ইসলাম জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের কাজিরপাতন গ্রামের কাজিরবাড়ি’র মরহুম হাফিজ ইলিয়াছ আলী (ইলাই মিয়া) ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজ বদরুল ইসলাম সন্ধ্যার পরে খরচ শেষে বাড়ি ফেরার পথে আটগ্রাম স’মিলের নিকট সিলেট-জকিগঞ্জ সড়কে লাইট বিহীন একটি ট্রলি গাড়ি চাঁপা দিলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক লোকজন তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক দূর্ঘটনার স্বীকার করে বলেন, পুলিশ লাশ জিম্মায় নিয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবার আবেদন জানিয়েছে। আইনানুগ ফ্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Leave a Reply