নির্যাতিত ও নিপীড়িত মানুষের মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশের ন্যায় সিলেটের জকিগঞ্জ থানায় সার্ভিস ডেক্স ও গৃহহীনদের মাঝে ঘর প্রদানের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় সারাদেশে কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জকিগঞ্জ থানায় সার্ভিস ডেস্ক উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, জকিগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক মেয়র হাজী খলিল উদ্দিন, বারঠাকুরী ইউনিয়ন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউনিয়ন চেয়ারম্যান আলতাফ হোসেন, মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, আওয়ামীলীগ নেতা সজল বর্মন ও জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল প্রমূখ। এছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জকিগঞ্জ থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply