1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ফিরে বিএনপি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন জাকির হোসাইন জকিগঞ্জে তিন লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র তিনজন চিকিৎসক! জকিগঞ্জে সিএনজি শ্রমিকদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে জকিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জকিগঞ্জে প্রবাসী মাজহারুল ইসলাম জুয়েল-এর ব্যতিক্রমধর্মী উদ্যোগ জকিগঞ্জের সুলতানপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে জকিগঞ্জের গোটারগ্রাম পয়েন্ট এখন সিসি ক্যামেরার আওতায়! জকিগঞ্জের বীরশ্রীতে হাজী আব্দুল হক ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন জকিগঞ্জী চাচার খোলা চিঠি জকিগঞ্জের রহিমপুর পাম্প হাউস চালু করা সময়ের দাবী

জকিগঞ্জে প্রবাসী মাজহারুল ইসলাম জুয়েল-এর ব্যতিক্রমধর্মী উদ্যোগ

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জের কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামের সন্তান সাবেক ছাত্রনেতা স্পেন প্রবাসী মাজহারুল ইসলাম জুয়েল।
সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তিনি নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে শুরু করেছেন এলাকার সকল শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র সরবরাহ কার্যক্রম।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনূস আলীর সাথে তাঁর যোগাযোগ হয়। সেখানে তিনি জানতে পারেন, কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয়পত্রের ব্যবস্থা নেই। এই তথ্য জানার পরপরই তিনি বিলম্ব না করে জানান, “শিক্ষার্থীদের পরিচয়পত্র তৈরি করুন, ব্যয়ভার আমি বহন করব।” তাঁর এই উদ্যোগে শুধু বিদ্যালয় কর্তৃপক্ষই নয়, অভিভাবকরাও দারুণভাবে আশাবাদী ও উৎসাহিত।
বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করতে একটি পরিচয়পত্র অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সাম্প্রতিক মাইলস্টোন ট্র্যাজেডির মতো ঘটনায় আমাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে নিরাপত্তাব্যবস্থার বিষয়ে। ঠিক এমন সময়েই এমন একটি দায়িত্বশীল উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
মাজহারুল ইসলাম জুয়েল একজন সময় সচেতন, প্রগতিশীল চিন্তাধারার মানুষ। ছাত্রজীবনে তিনি একজন সক্রিয় ও সচেতন ছাত্রনেতা ছিলেন এবং বর্তমানে প্রবাসে থেকেও দেশের মানুষের কথা ভাবেন, বিশেষ করে শিক্ষা ও সমাজ উন্নয়নের বিষয়গুলো তাঁকে প্রবলভাবে নাড়া দেয়। এর আগেও তিনি এলাকার নানা সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করেছেন, যার স্বীকৃতি রয়েছে স্থানীয় জনসাধারণের কাছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সাধারণত সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে পরিচয়পত্র তৈরির জন্য নির্দিষ্ট কোনো বাজেট থাকে না। আবার শিক্ষার্থীদের কাছ থেকেও অর্থ নেওয়ার বিধি নেই। ফলে শিক্ষার্থীদের পরিচয়পত্র তৈরি করা যাচ্ছেনা। কিন্তু মাজহারুল ইসলাম জুয়েল এগিয়ে আসায় দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ হতে যাচ্ছে।
স্থানীয়রা মনে করছেন, এই ব্যতিক্রমী উদ্যোগ প্রবাসী সমাজের জন্য একটি রোল মডেল হয়ে থাকবে। যদি দেশের প্রতিটি প্রবাসী নিজ নিজ গ্রামের একটি স্কুল, একটি শিক্ষার্থী বা একটি উদ্যোগের পেছনে দাঁড়ান তাহলে গ্রামীণ শিক্ষার চেহারাই বদলে যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট