‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ এই প্রতিপাদ্যকে সমানে রেখে সিলেট জেলা পরিষদের উদ্যোগে ইনোভেটর বই পড়া ও প্রতিযোগীতার বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারী) দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সিলেট জেলা পরিষদ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা পরিষদ-এর ১৩নং ওয়ার্ডের সদস্য সমাজসেবী ও শিক্ষানুরাগী ইফজাল আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক কবি মহিউদ্দিন হায়দাররের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম মিতু।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাস, ইছামতি কামিল মাদরাসা’র ভাইস প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান ছিদ্দিক, জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি মোঃ আজির উদ্দিন, জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি’র সাবেক সভাপতি মোঃ কুতুব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর, ইছামতি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক কবি মুনশি আলিম, হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক বাবু হরিপদ দত্ত ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাব্বির আহমদ প্রমুখ।
Leave a Reply