জকিগঞ্জ পৌর এলাকার হাইদ্রাবন্দ গ্রামে ‘বারাকা কম্পিউটার ট্রেনিং সেন্টার’ নামে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) বিকাল ২ ঘটিকার সময় হাইদ্রাবন্দ গ্রামস্থ ডা. মোঃ আব্দুল হান্নান ট্রাস্ট সংলগ্ন অফিসে-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ডা.মোঃ আব্দুল হান্নান ট্রাস্টের সভাপতি ডা. মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ রুহুল আমীনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল হালিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি রহমত আলী হেলালী, জকিগঞ্জ কোর্টের ইনচার্জ (সিএসআই) মোঃ সেলিম বাহার, গণীপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক বাবুল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল লতিফ লছনু, হাইদ্রাবন্দ দারুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ময়নুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ মোঃ আবিদ হোসেন ও সাংবাদিক আবু বকর মোঃ ফয়ছল প্রমূখ।
এছাড়াও এলাকার মুরব্বীয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শুভ উদ্বোধনকালে বক্তারা বলেন, কম্পিউটার শিক্ষা এখন প্রতিটি সেক্টরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেকারদের কর্মসংস্থান ও আত্মকর্মী তৈরীর লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কম্পিউটার প্রশিক্ষণ। প্রায় প্রতিটি ঘরে কম্পিউটার থাকা সত্ত্বেও তা সঠিক কাজে ব্যবহার না করায় অনেকেই লাইনচূত হয়ে বেকারত্বে ভূগছে। বক্তারা বারাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারকে ধন্যবাদ জানিয়ে বলেন, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল হালিম দক্ষ জনশক্তি তৈরীর ক্ষেত্রকে বেছে নিয়ে সমাজে আইটি সেক্টরে অর্থনৈতিক শক্তি বৃদ্ধির চেষ্টা করছেন। আজকের প্রশিক্ষিত যুবদের দ্বারাই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। সচ্চল হবে দেশের প্রতিটি পরিবার।
Leave a Reply