জকিগঞ্জে যাত্রীবাহী ব্যাটারী চালিত টমটমের ধাক্কায় রাইয়ান আহমদ (১০) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১০ নভেম্বরে) বিকাল ৩ টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ভরণ এলাকার মুমিনপূর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আহমদ ও সুলতানপূর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ জকিগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে অবরোধ তুলে দেন।
নিহত শিশু রাইয়ান আহমদ জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের আব্দুস সালাম (ছলন মিয়া)’র ছেলে এবং স্থানীয় বাবুর বাজার কুসুম কলি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
পরিবারের লোকজন জানান, স্কুল ছুটি হওয়ার পর রাইয়ান বাড়িতে এসে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস খোলে সম্ভবত কিছু কিনতে সড়কে যায়। সেখানে সড়ক পারাপারের সময় একটি ব্যাটারী চালিত টমটম গাড়ি তাকে প্রচণ্ড ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে তাকে জকিগঞ্জ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাইয়ানকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং গাড়ি চলাচল স্বাভাবিক করেছে। ময়নাতদন্তের বিষয়টি পরিবারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আমরা শিশুটির পরিবারের চাওয়ার উপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply