জকিগঞ্জে পৌষের তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়ে রাতের আধারে শীতার্ত মানুষের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সরকারি কম্বল বিতরণ করছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা। শুক্রবার (২ জানুয়ারি) রাতের আঁধারে জকিগঞ্জ উপজেলার প্রান্তিক ও দুর্গম বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন।
জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চল খ্যাত কেরাইয়া এলাকার গুচ্ছগ্রামসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িতে গিয়ে শীতার্ত মানুষের কাছে নিজ হাতে কম্বল তুলে দেন প্রশাসনের কর্মকর্তারা। অনেক ক্ষেত্রে ঘুমন্ত মানুষদের ডেকে তুলে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, প্রচণ্ড শীতে দিনমজুর, ভ্যানচালক, ভিক্ষুক ও বস্ত্রস্বল্প নারী-পুরুষরা খড়কুটো জ্বালিয়ে কোনো রকমে শীত নিবারণের চেষ্টা করছিলেন। এমন সময়ে গভীর রাতে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি ও কম্বল পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই বলেন, জীবনে প্রথমবার এভাবে রাতের বেলা সরকারি কর্মকর্তাদের কাছ থেকে মানবিক সহায়তা পেয়েছি।
শীতার্ত মানুষজনের মতে, “আমাদের কষ্টের বিষয়টি উপলব্ধি করে এত রাতে ইউএনও স্যার কম্বল দিবেন তা কল্পনাও করিনি। এই কম্বল আমাদের জন্য অনেক বড় উপহার।”
স্থানীয়দের মতে, উপজেলা প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ শুধু শীতার্ত মানুষের কষ্ট লাঘবেই নয়, সাধারণ মানুষের মনে প্রশাসনের প্রতি আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় করেছে।
Leave a Reply