জকিগঞ্জ রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনবন্ধু ফাহিম আল্ চৌধুরী। ১৭ জানুয়ারী, শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ২টা ৩০ মিনিট পর্যন্ত জকিগঞ্জ উপজেলার পরচকস্থ মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসৃচির মধ্যে রয়েছে-সকাল ১০ টা ৩০ মিনিট থেকে সকাল ১১ ঘটিকা পর্যন্ত উপস্থিতি ও জাতীয় সংঙ্গীত পরিবেশনা, সকাল ১১ ঘটিকা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী ও অভ্যাগত অতিথিবৃন্দের আসন গ্রহণ, সকাল ১১ টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও হামদ্-নাত (সা.), সকাল ১১টা ৩০ থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত শিক্ষার্থীদের বক্তব্য ও সংগীত পরিবেশন, দুপুর ১২ ঘটিকা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রধান অতিথির আসন গ্রহণ ও প্রতিবেদন উপস্থাপন, দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১ ঘটিকা পর্যন্ত শিক্ষক ও অভিভাবকদের বক্তব্যে, দুপুর ১ ঘটিকা থেকে ২ ঘটিকা পর্যন্ত প্রধান অতিথি ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনবন্ধু ফাহিম আল্ চৌধুরীর বক্তব্য, বেলা ২ ঘটিকা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত সভাপতির বক্তব্য, সনদপত্র ও সম্মাননা প্রদান, বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত ধন্যবাদ জ্ঞাপন, স্মৃতির এ্যালবাম,, জোহরের নামাজ, আপ্যয়ন ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।
অনুষ্ঠানসূচির বিষয়টি নিশ্চিত করে ট্রাস্টের সহ সভাপতি সমাজসেবী এটিএম সেলিম চৌধুরী ও সচিব শাব্বির আহমদ বলেন- ইতিমধ্যে ব্যাতিক্রমধর্মী এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুরো মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ জুড়ে প্যান্ডাল ও স্টেইজ নির্মাণের সম্পন্ন হয়েছে। স্থানে স্থানে গেইট, তোরণ, বিলবোর্ড ও ফেস্টুন লাগিয়ে সাজিয়ে তোলা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও আগত মেহমানবৃন্দের জন্য আপ্যয়নের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। নিরাপত্তার জন্য নিজস্ব সেচ্ছাসেবকদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। প্যান্ডালের ভিতরে ও বাহিরে পৃথক ৩টি প্রজেক্টরের মাধ্যমে পুরো অনুষ্ঠান দেখানো হবে। সব মিলিয়ে এবারের বৃত্তি বিতরণী অনুষ্ঠানে থাকবে বেশ কিছু আকর্ষণীয় আয়োজন।
জানা যায়, জকিগঞ্জ-কানাইঘাটের শিক্ষা ও উন্নয়নের স্বপ্নদ্রষ্টা মানবকল্যাণকামী ও শিক্ষানুরাগী জনবন্ধু ফাহিম আল্ চৌধুরী কৃর্তৃক প্রতিষ্ঠিত “ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট” পরিচালিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তি বিতরণ উপলক্ষে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের মেধাবৃত্তি পরীক্ষায় জকিগঞ্জ-কানাইঘাট দুই উপজেলার ৩৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৭৭৫ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করেছে। শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা প্রদান এবং প্রতিভাবান শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট প্রতি বছর এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত করা হবে। ১০০ নাম্বারের ভিত্তিতে অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় ৮০ ও তদুর্ধ্ব নম্বর প্রাপ্তদের এককালীন ২ হাজার ৫০০ টাকা, ৭০-৭৯ নম্বর প্রাপ্তদের এককালীন ২ হাজার টাকা, ৬০-৬৯ নম্বর প্রাপ্তদের এককালীন ১ হাজার ৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হবে। প্রতি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩ জন করে মোট ২৪ জন শিক্ষার্থীকে উন্নতমানের কম্পিউটার ট্যাব প্রদান, ২৪ জনের মধ্য থেকে বিশেষ যাচাইয়ের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৩ জন করে মোট ৬ জন শিক্ষার্থীকে পিতা-মাতাসহ বিশেষ পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান, সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রাথমিক স্তরের ১০টি ও মাধ্যমিক স্তরের ১০টি করে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। বিশেষ আকর্ষণ হিসেবে প্রতি বছর অবসরে যাওয়া জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সকল শিক্ষক ও কর্মচারীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করবে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট।
Leave a Reply