জকিগঞ্জের আটগ্রাম এলাকায় এবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বপন বিশ্বাস (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত স্বপন বিশ্বাস জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের পল্লীশ্রী তিরাশী (দক্ষিণপাড়) গ্রামের বরেন্দ্র বিশ্বাসের ছেলে।
শুক্রবার (৮ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম (নওয়াগ্রাম) এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় নিহত স্বপন বিশ্বাসের বাবা-মা গাড়িতে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই সজল বিশ্বাস জানান, শুক্রবার বিকেলে তাঁর বাবা-মা স্বপন বিশ্বাসকে নিয়ে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার কাকুরা গ্রামে চিকিৎসার জন্য সিএনজি অটোরিকশা করে যাচ্ছিলেন। যাওয়ার পথে আটগ্রাম বাসষ্টেশনের প্রায় দুই কিলোমিটার পশ্চিমে বিপরীত দিক থেকে আসা একটি এলপি গ্যাস ট্যাঙ্ক ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে তাঁর ভাই মৃত্যু বরণ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে তিরাশী গ্রামের বাসিন্দা ও জকিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজস্ব বিশ্বাস বলেন, ছেলেটি একটু মানসিকভাবে অসুস্থ ছিল। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস.এম. আব্দুল আহাদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত স্বপন বিশ্বাসকে সন্ধ্যার দিকে মৃত অবস্থায় হাসান নিয়ে আসা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশ হাসপাতালে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ যে, শুক্রবার বিকাল ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার চারখাই কাঠলিপুল এলাকায় আরেকটি সড়ক দূর্ঘটনা ঘটে। সেখানে দূর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক আশরাফ আহমদ নিহত হন। আহত হন সিএনজিতে থাকা আরো দু’জন যাত্রী। একই দিনে একই সড়কে কাছাকাছি সময়ে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় দু’জন ব্যক্তি নিহত হলেন। এনিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
Leave a Reply