সেবার নীরব সাধনা আর মানবিকতাকে হৃদয়ে ধারণ করে হাজীগঞ্জ উন্নয়ন পরিষদ, কসকনকপুর, জকিগঞ্জ সম্প্রতি আয়োজন করল একটি ব্যতিক্রমী ও মহৎ উদ্যোগ। অত্র এলাকার অসচ্ছল ও এতিম শিশুদের জন্য ‘ফ্রি খতনা কার্যক্রম’।
৩০ এপ্রিল (বুধবার) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই প্রজেক্টে বিশেষজ্ঞ মুসলমানি সার্জনদের মাধ্যমে মোট ৪০ জন শিশু সম্পূর্ণ বিনামূল্যে খতনার সুযোগ লাভ করে। নিঃস্বার্থ এই সেবামূলক কার্যক্রম ছিল শিশুদের জন্য যেমন উপকারি, তেমনি সমাজের জন্য এক উজ্জ্বল উদাহরণ।
উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পরিষদের উপদেষ্টা ডা. আব্দুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের আহমদ এর সঞ্চালনায়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণবন্ত বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা রশীদ আহমদ, মুফতি সিদ্দিক আহমদ, ডা. নজরুল ইসলাম নমিক, আবু ইউসুফ মোহাম্মদ তাজুল, ছাব্বির আহমদ, আবুল আহমদ এবং শাহজাহান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, “এই ধরনের সামাজিক কার্যক্রম শুধু শিশুর স্বাস্থ্য রক্ষায় নয়, বরং সমাজে একতা, ভালোবাসা ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।”
সমাপ্তির মুহূর্তে শিশুর মুখে ছিল প্রশান্তির হাসি, অভিভাবকের চোখে ছিল কৃতজ্ঞতার দীপ্তি—এ যেন মানবতার নিরবে উচ্চারিত জয়গান।
Leave a Reply