জকিগঞ্জ-কানাইঘাটের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মেধা বিকাশের অনন্য প্রতিষ্ঠান “হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট”-এর সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বিকেলে জকিগঞ্জের সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনে এ সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য ড.হাফিজ আহমদ মজুমদার-এর সভাপতিত্বে ও সহকারী সচিব শুভ্রকান্তি দাস চন্দন-এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব ও জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, ট্রাস্টের ট্রাস্টি মেজর (অব.) নাজিম উদ্দিন মজুমদার, খায়রুল আলম, হাফছা মজুমদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নিয়াজুর রহমান, গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজির উদ্দিন, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বীর আহমদ।
সভায় হাফছা মজুমদার মেধা বিকাশ প্রকল্প চালু ও প্রকল্পের সার্বিক কার্যক্রম বাস্তবায়নে ব্যাপক আলোচনা হয়।
Leave a Reply