জকিগঞ্জ উপজেলা ফুটবল প্রিমিয়ার লিগ এর মেগা ফাইনাল ম্যাচ শুক্রবার (১১ অক্টোবর) সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় যে দু’টি শক্তিশালী দল অংশগ্রহণ করে তারা হল শুভেচ্ছা টেলিকম এফসি বনাম বেঙ্গল টাইগার্স এফসি। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয় শুভেচ্ছা টেলিকম এফসি, রানার্সআপ হয় বেঙ্গল টাইগার্স । ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আহমদ। জকিগঞ্জ উপজেলা ফুটবল প্রিমিয়ার লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ আল আরাফাত টিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি বদরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমদ কালা, সাবেক ফুটবলার শফিক আহমদ, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া ব্যক্তিত্ব ইমতিয়াজ আহমেদ সেতু, জকিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মাসুম আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ফুটবল প্রিমিয়ার লিগের পরিচালনা কমিটির ওয়াজেদ আহমদ (টাইগার ওয়াজেদ), সৌরভ বিলাস রায়, সেবুল আহমদ, রায়হান আহমদ, ডেন্টিস্ট বিমান রায়, মৃণাল কান্তি দাস ও রাজিব রায় প্রমুখ।
Leave a Reply