জকিগঞ্জের প্রথম অনলাইন ভিত্তিক টেলিভিশন জকিগঞ্জ টিভি’র পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আড়ম্বরপূর্ণ আয়োজনে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ২ ঘটিকার সময় জকিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ টিভি’র প্রোগ্রাম উপস্থাপক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী’র সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমদ আল মনজুর ও জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আবু সুফিয়ান চৌধুরী মিজান।
জকিগঞ্জ টিভি’র ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত-এর স্বাগত বক্তব্যে সুচীত এ সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না ও জকিগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ বেলাল উদ্দিন।
সমাবেশে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বদরুল খান, জকিগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন-এর সভাপতি তানভীর আল হাসান, প্রাক্সিস জকিগঞ্জ’র পরিচালক শরীফ আহমদ সাগর, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রনি প্রমূখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে সিলেটের জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইনসহ অতিথিবৃন্দের উপস্থিতিতে কেক কেটে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়। এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে জকিগঞ্জ টিভি আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি, মানবসেবা ফাউন্ডেশন, জকিগঞ্জ, প্রাক্সিস জকিগঞ্জ ও টিম জকিগঞ্জকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘সময়ের পরিক্রমায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবখানে। সংবাদ সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও প্রচার জগতেও নতুন দিগন্তের উন্মোচন করেছে মোবাইল জার্নালিজম। তবে দর্শক-শ্রোতার নির্ভরতা আর ভরসার জায়গা অর্জন করে নিতে দক্ষতার পরিচয় দিতে হবে মোবাইল জার্নালিস্টদের।’
বক্তারা জকিগঞ্জ টিভি’র বিগত দিনের কার্যক্রম প্রশংসনীয় উল্লেখ করে বক্তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে মোবাইল ফোন আর ফেসবুক লাইভকে পুঁজি করে অনেক নামসর্বস্ব অনলাইন টিভি গজিয়ে উঠেছে। তবে এখন দর্শক-পাঠক সচেতন থাকায় ভালো কাজ করা মাধ্যমগুলোই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। একটি আদর্শ অনলাইনভিত্তিক সংবাদ প্লাটফর্ম হিসেবে জকিগঞ্জ টিভি নিজেকে মেলে ধরার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশা করি।’
Leave a Reply