এলাকার আইন শৃঙ্খলা উন্নয়নে সুধীজনের সাথে মতবিনিময় করেছে জকিগঞ্জ থানা পুলিশ। সোমবার (৩ এপ্রিল) দুপুরে জকিগঞ্জ থানার হলরুমে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন-এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল, জকিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.জি. বাবর, ১নং বারহাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হামিদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা উদ্দিন প্রমূখ।
এছাড়াও মতবিনিময় সভায় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) নাবিলা জাফরিন, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আবু সুফিয়ান-সহ জকিগঞ্জের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন সিলেটের নবাগত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএমকে জকিগঞ্জবাসীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন।
অপরদিকে সিলেটের নবাগত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম জকিগঞ্জ থানা এলাকায় এসে জকিগঞ্জ সার্কেল অফিস, জকিগঞ্জ থানা ও জকিগঞ্জ ইমিগ্রেশন পরিদর্শন করেন।
Leave a Reply