জকিগঞ্জে সাম্প্রতিক সময়ে একাধিক শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় তৎপর হয়ে উঠেছে জকিগঞ্জ থানা পুলিশ। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধার তৎপরতার পাশাপাশি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা করছে পুলিশ।
এ উপলক্ষে শনিবার (৪ জুন) জকিগঞ্জ উপজেলার জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মুহাম্মদিয়া লামারগ্রাম ও থানাবাজার লতিফিয়া ফুরক্বানিয়া দাখিল মাদ্রাসায় পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়।
এসব সভায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে নিজের অভিভাবকের মোবাইল নাম্বার মুখস্ত রাখতে হবে। চলাচলের পথে অপরিচিত যে কাউকে এড়িয়ে চলতে হবে। অপরিচিত কেউ কোন কিছু দিতে চাইলে বা নিতে চাইলে সাড়া দিবেন না। অপরিচিত কারো কাছে গিয়ে কোন কিছু কিনে খাবেন না। অপরিচিত কারো হাতে রুমাল জাতিয় কিছু দেখলে দূরে থাকবেন। যাত্রাপথে কেউ গাড়ি থামিয়ে আপনাকে গন্তব্যে পৌছে দেয়ার কথা বলে গাড়িতে উঠাতে চাইলে উঠবেন না। কেননা অপহরণকারী বা অজ্ঞান পার্টির সদস্যরা মানুষের সঙ্গে দ্রুত মিশে যাওয়ার অদ্ভুত ক্ষমতা রাখে। চলার পথে বিভিন্ন বিষয়ে কথা বলে চেষ্টা করবে ঘনিষ্ঠ হওয়ার। তাই চলার পথে অপরিচিত সবাইকে এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং জনবহুল রাস্তা দিয়ে চলাচলের চেষ্টা করবেন। কখনো কোন অসুবিধায় পড়লে জকিগঞ্জ থানার ০১৩২০-১১৮০২১ কিংবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল করে তাৎক্ষণিক জানিয়ে দিন।
পৃথক দূ’টি সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ও বিট অফিসার এসআই মোহন রায় উপস্থিত ছিলেন।
নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্র নাফিজ ও নয়ন উদ্ধারে জকিগঞ্জ থানা পুলিশ ছাড়াও সরাসরি বিষয়টি তদারকি করছেন সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যার। তাই আমি আশাবাদী, শীঘ্রই ভালো সংবাদ পাবেন জকিগঞ্জবাসী।
Leave a Reply