সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার উত্তর লোহারমল গ্রামের ইমামা উদ্দিন কালু’র ছেলে জাবের আহমদ রুবেল (৩৩), একই গ্রামের মৃত. ইউসুফ আলীর ছেলে শাহীন আহমদ (২৫) ও মৃত. আব্দুল জব্বারের ছেলে সেলিম আহমদ (২৫)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানা সূত্রে জানা যায়, গতকাল ৫ নবেম্বর রাত সাড়ে ১১টার দিকে এসআই মোহন রায়ের নেতৃত্বে এএসআই মখলিছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের উত্তর লোহারমল গ্রামের শাহীন আহমদ এর বসত ঘরে অভিযান পরিচালনা করে। এসময় সাক্ষী গনের উপস্থিতিতে জাবের আহমদের দেহ তল্লাশি করে ৬৫ পিস, শাহীন আহমদের দেহ তল্লাশি করে ৪০ পিস ও সেলিম আহমদের দেহ তল্লাশি করে ১০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এতে বলা হয়েছে, এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে। গ্রেফতাররা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। এ চক্রের সদস্যরা জকিগঞ্জ থেকে বিভিন্ন উপায়ে মাদক সংগ্রহ করে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, সুকৌশলে তিন মাদক ব্যবসায়ী উত্তর লোহারমল এলাকার বসতঘর থেকে ইয়াবা পাচার করছিল। খবর পেয়ে ৩ মাদক ব্যবসায়ীকে ১১৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য, নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো বলেন, মাদকের বিরুদ্ধে কোন আপোষ নেই। জকিগঞ্জ থানা পুলিশ জনগণের পাশে আছে। যে কোন প্রয়োজনে বা যে কোন মাদক ব্যবসায়ীদের তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের প্রশ্রয় দেয় তাদেরও ছাড় দেয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি জানিয়েছেন।
Leave a Reply