সিলেট জেলার সবচেয়ে দূরবর্তী উপজেলা জকিগঞ্জের হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবার সহযোগীকরণের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য সেবায় নতুন মাইলফলক হিসাবে রক্ত পরিসঞ্চালন কার্যক্রম শুরু হয়েছে। ইতিপূর্বে উপজেলা জনগণকে রক্ত পরিসঞ্চালনের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অথবা অন্যান্য বিশেষায়িত হাসপাতালে যেতে হতো । এখন থেকে এ উপজেলার জনসাধারণ জকিগঞ্জ হাসপাতালেই রক্ত পরিসঞ্চালনের বিভিন্ন পরীক্ষার সরকারি ফি জমা দিয়ে রক্ত দিতে পারবেন ।
গত মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার আমলশীদ এলাকার কাজল পাল (৩৯)-কে উপজেলায় প্রথম রক্ত পরিসঞ্চালন করার মাধ্যমে প্রথমবারের মতো এই হাসপাতালে রক্ত পরিসঞ্চালন কার্যক্রম শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস এম আব্দুল আহাদ , সিনিয়র মেডিকেল অফিসার ডা. খালেদ আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফুয়াদ বিন বাশার, ডা. রাবেয়া সুলতানা, নার্সিং ইনচার্জ ফাহিমা আক্তার, শামীম আহমেদ, তাজুল ইসলাম ও ল্যাব টেকনিশিয়ান আকরামুজ্জামান প্রমূখ।
Leave a Reply