1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে মহান বিজয় দিবসকে ঘিরে নানা আয়োজন তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ফাহিম আল্ চৌধুরী মতপ্রকাশের স্বাধীনতা: সাংবাদিকেরা কতটা নির্ভয়ে কাজ করতে পারেন? জকিগঞ্জে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে একটি স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী জকিগঞ্জে বিএনপি নেতা জাকির হোসাইনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ জকিগঞ্জে এনসিপি মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী শিব্বির আহমদের গণসংযোগ ও মতবিনিময় সভা জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারে চুরি-ডাকাতির প্রতিবাদে মানববন্ধন সমাজসেবায় তৎপর ‘হৃদয়ে জকিগঞ্জ’ সিলেট জকিগঞ্জের তৌহিদুর রহমান অস্ট্রেলিয়ান মেডিক্যাল কাউন্সিল পরীক্ষায় উর্ত্তীর্ণ

জন্মদিনে বাবা’র কবরের পাঁশে সন্তানদের ব্যতিক্রমী আয়োজন

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

তাদের বাবা ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা ও একজন জাতীয় নেতা। ছিলেন সিলেটের কানাইঘাট-জকিগঞ্জের মানুষের নয়নমনি। সারাটি জীবন কাজ করেছেন দেশ, জাতি ও মানুষের কল্যাণে। কিন্তু তাঁর অপরাধ ছিল, তিনি করতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাজনীতি। নানা সময়ে এই দলের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব। রাজনৈতিক ভিন্ন মতের অপরাধে ‘১/১১-র পর থেকে দীর্ঘ ১৪ বছর আওয়ামী লীগ সরকার তাকে ঘিরে মামলা ও ষড়যন্ত্রের জাল তৈরি করে। সেই থেকেই আত্মগোপনে ছিলেন বিএনপির আলোচিত নেতা প্রয়াত আবুল হারিছ চৌধুরী। আর এই আত্মগোপনে থেকেই তিনি মুক্ত বাতাসে বের হওয়ার আগে এ পৃথিবীর মায়া ছেড়ে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর চলে গিয়েছেন পরপারে। তখন গোপনে কবর দেয়া হয়েছিল ঢাকায়। কিন্তু তা মেনে নিতে পারেননি তাঁর একমাত্র কন্যা ব্যারিষ্টার সামিরা তানজিন চৌধুরী। তিনি বাবা’র লাশ নিজ এলাকায় ফিরিয়ে আনতে নিয়মিত যুদ্ধ শুরু করেছিলেন। অবশেষে গত বছরের ৫ আগস্টের পর আইনী লড়াই শেষে নানা চড়াই উৎরাই পেরিয়ে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর বাবা’র দেহাবশেষ ঢাকা থেকে নিয়ে এসে নিজ এলাকায় বাবা’র প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দাফন করেন মেয়ে সামিরা তানজিন চৌধুরী। এরপর অভিমান ভেঙ্গে দুই দশক পর সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেন একমাত্র ছেলে মোহাম্মদ নায়েম শফি চৌধুরী। হারিছ চৌধুরী ফাউন্ডেশন নামে একটি সামাজিক ও মানবিক সংগঠন গড়ে তোলে পথচলা শুরু করেন হারিছ চৌধুরীর একমাত্র মেয়ে সামিরা তানজিন চৌধুরী ও একমাত্র ছেলে নায়েম শফি চৌধুরী। সমসাময়িক রাজনীতিতে ভাই-বোন সরাসরি না জড়িয়ে বাবা’র স্মৃতি ধরে রাখতে ও বাবা’র স্বপ্ন পূরণ করতে একেরপর এক ব্যতিক্রমধর্মী কাজ শুরু করেন করেছেন তাঁরা।
শনিবার (১ নভেম্বর) বাদ জোহর প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরী দুই সন্তান নিজ বাবা’র ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার হাতে গড়া কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপার পূর্ব ইউনিয়নের সড়কের বাজার এলাকায় প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গনে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে। হারিছ চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে স্মরণসভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, হারিছ চৌধুরী সুযোগ্য সন্তান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিষ্টার সামিরা তানজিন চৌধুরী।
হারিছ চৌধুরীর সুযোগ্য সন্তান নায়েম শফি চৌধুরীর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় স্মরণসভায় হারিছ চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী শরিফ উদ্দিন লস্কর, সাংবাদিক টকশো ব্যক্তিত্ব জিয়াউল করিম রনি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, সাবেক সিনিয়র সহ সভাপতি আ.ক.ম ফয়জুল হক, বর্তমান সহ সভাপতি হাজী জসিম উদ্দিন, হারিছ চৌধুরী ফাউন্ডেশনের কানাইঘাটের সভাপতি কানাইঘাট সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ইবাদুর রহমান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার ফারুক আহমদ, বিএনপি নেতা রহিম উদ্দিন ভরসা, আজিজুল আম্বিয়া, আবুল কালাম, দিঘীরপাড় ইউপি বিএনপির সভাপতি নুর উদ্দিন সহ হারিছ চৌধুরী, আরাফাত রহমান খোকো ক্রীড়া পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম চৌধুরী সহ হারিছ চৌধুরী ফাউন্ডেশন ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হারিছ চৌধুরীর শুভাকাঙ্খী এবং তার পরিবারের সদস্যবর্গ সহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে স্মরণসভা ও দোয়া মাহফিলে হারিছ চৌধুরীর সন্তান ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী বলেন, তার পিতা একজন দেশপ্রেমিক ও সৎ রাজনীতিবিদ ছিলেন। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন, কিন্তু কখনো দেশ ও দলের সাথে বেঈমানী করেননি। জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী হারিছ চৌধুরী দলের দুঃসময়ে দেশ ছেড়ে যাননি। বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে বহু মিথ্যা মামলার আসামী হয়ে আত্মগোপন অবস্থায় দেশে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এদেশের মানুষ ও তার জন্মভুমি কানাইঘাটের আপামর জনসাধারণ জানেন। আজকে জাতীয় এই নেতা তার নিজ জন্মভুমিতে নিজের হাতেগড়া শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গনে শায়িত আছেন। বাবাকে ঘিরে জীবনে অনেক স্মৃতিচারণ করে ব্যারিস্টার সামিরা চৌধুরী বলেন, হারিছ চৌধুরী একজন রাজনীতিবিদের পাশাপাশি আদর্শবান পিতা ছিলেন। হারিছ চৌধুরীর ৭৩ তম জন্মদিনে হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হারিছ চৌধুরীর হাতেগড়া কানাইঘাট-জকিগঞ্জের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর দেখভাল সহ তার আদর্শ ও কর্মকে ধরে রাখার জন্য হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাজ করে যাবে। কানাইঘাট-জকিগঞ্জের ৮০ ভাগ উন্নয়ন হারিছ চৌধুরীর মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে জানিয়ে সিলেট-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের হারিছ চৌধুরীর উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরার আহবান জানান তিনি। স্মরণসভা ও দোয়া মাহফিলের আগে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গনে হারিছ চৌধুরী স্মৃতি উদ্যান এবং হারিছ চৌধুরীর কবরস্থানের সৌন্দর্য্য বর্ধনের কাজের উদ্বোধন করেন তার সন্তান নায়েম শফি চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট