বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট জকিগঞ্জ-কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে চক্ষু সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা অব্যহত রাখা দরকার। প্রায় একশত কিলোমিটার দূরবর্তী ও সীমান্তবর্তী এ অঞ্চলের মানুষের জন্য এমন একটি মহৎ কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এ আসন থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে এসব চিকিৎসা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের নুন্যতম চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যবস্থা করা হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি চক্ষুসেবা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এটিএম সেলিম চৌধুরী, ট্রাস্টের সচিব ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ, জকিগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলম, কানাইঘাট বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল জলিল ও বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম প্রমূখ।
“আলোকিত দৃষ্টি, মানবিক বন্ধন, চোখের আলো ফিরিয়ে দিতে, জিয়াউর রহমান ফাউন্ডেশন” এই স্লোগানকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে চলমান মাসব্যাপী ফ্রি চক্ষু সেবা কার্যক্রমের ৮ম ক্যাম্পেও চক্ষু রোগীদের ছিল উপচে পড়া ভীড়। সকাল ১০ ঘটিকা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ চক্ষু সেবা ক্যাম্পে দুই হাজারের অধিক রোগীরা চক্ষুসেবা গ্রহণ করেন। তন্মধ্যে তিন শতাধিক রোগী ফ্রি চশমা প্রদান ও অর্ধশতাধিক রোগীকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়।
Leave a Reply