জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের কদুর বাজারস্থ নবীগঞ্জ দরুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১০ সদস্য বিশিষ্ট নতুন ম্যানেজিং কমিটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্থানীয় মরহুম হাজী দিদার বখত চৌধুরী ও জেলা শ্রেষ্ঠ জয়িতা রত্নগর্ভা জননী রহিমুন্নেসা চৌধুরীর বড় পুত্র মোঃ সেলিম আহমদ চৌধুরী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেয়া হয়। নতুন কমিটিতে মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা ফারুক আহমেদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দাতা সদস্য মোঃ সাহেদ আহমদ, সাধারণ শিক্ষক সদস্য মোঃ আবুল কালাম ও মোঃ আব্দুল মন্নান, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য রুজিনা বেগম, অভিভাবক সদস্য মোঃ ওয়ালিদুর রহমান, হাজী মোঃ মাসুক আহমদ, কামরুল ইসলাম ও তাজুল ইসলাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অনুমোদনের ৩০ দিনের মধ্যে কমিটির প্রথম সভা আয়োজন করতে হবে এবং ওই সভায় একজন শিক্ষানুরাগী বিদ্যোৎসাহী সদস্য কো-অপ্ট করে বোর্ডকে অবহিত করতে হবে। এছাড়াও, বর্তমান কমিটির মেয়াদের মধ্যে বিধি অনুযায়ী পরবর্তী নিয়মিত কমিটি গঠন করতে হবে এবং অনুমোদিত কমিটিকে বোর্ড ও সরকারের জারি করা বিধি-বিধান অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে।
জানা যায়, সমাজসেবী ও শিক্ষানুরাগী সেলিম আহমদ চৌধুরী একজন শিক্ষিত ও সফল উদ্যোক্তা। তিনি সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেছেন। তার পরিবারটি ঐতিহ্যবাহী এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তার ভাই রিমন আহমদ চৌধুরী একজন সফল উদ্যোক্তা ও ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় সমাজে খ্যাতি লাভ করেছেন।
এদিকে সেলিম আহমদ চৌধুরীর সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা মনে করেন- তাঁর নেতৃত্বে নবীগঞ্জ দরুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
Leave a Reply