যুক্তরাজ্য প্রবাসী জকিগঞ্জের উদীয়মান তরুণ ফুটবলার মোঃ মুসা আল গণি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক অনুর্ধ্ব-১৯ ফুটবল দলে মনোনীত হয়ে ঢাকা স্টেডিয়ামে অনুশীলনে অংশ গ্রহণের করায় নিজ এলাকায় সংবর্ধিত হয়েছেন।
বুধবার (২রা জুলাই) রাতে জকিগঞ্জ উপজেলার বাবুর বাজার বণিক সমিতি স্থানীয় আল-মদিনা কমিউনিটি সেন্টারে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে নিজ এলাকায় এই কৃতি ফুটবলারকে বরণ করে নেন।
এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তর্গত ইছাপুর গ্রামের তরুণ এই ফুটবলার।
বাবুর বাজার বণিক সমিতির সহ সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোঃ জালাল উদ্দীন।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন তরুণ ফুটবলার মোঃ মুসা আল গণি।
আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেটের সভাপতি মোঃ কুতুব উদ্দিন, ফুটবলার গণির পিতা আশরাফ গণি আবু, বণিক সমিতির সহ সাধারণ সম্পাদক মাসুম আহমদ, ব্যবসায়ী একরাম হোসেন মারুফ, মাহবুব আলম, ওসমান গনি, রাজনীতিবিদ আব্দুল আহাদ, আনহার আহমদ ও ইছাপুর যুব পরিষদের নেতৃবৃন্দ। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিতি ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজনীতিবিদ জালাল উদ্দীন বলেন, মুসা আল গণি নির্দিষ্ট পরিচয়ের গণ্ডি পেরিয়ে আলোকিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আজ তাকে যেভাবে সম্মান দেওয়া হলো তা দৃষ্টান্ত হয়ে থাকবে। গুণীজনকে সম্মানের সংস্কৃতি গড়ে উঠুক। মুসা আল গণি জকিগঞ্জ তথা সিলেটের গর্ব। দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকায় সে ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশ ফুটবল দলের অনূর্ধ্ব-১৯ অনুশীলনে অংশগ্রহণ করেছে। আমাদের বিশ্বাস মুসা আল গণি একদিন আন্তর্জাতিক পরিমণ্ডলে সিলেটবাসীর মুখ উজ্জ্বল করবে। তাকে উৎসাহ দিয়ে এগিয়ে যাবার প্রেরণা যোগানো সবার দায়িত্ব।
Leave a Reply