জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ও তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জকিগঞ্জের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে শিক্ষকদের এ মানববন্ধন মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে ও গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি আবুল কালাম আজাদের পরিচালনায় কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন চাপঘাট রহিমপুর সুন্নি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা কুতুব উদ্দিন।
মানববন্ধনে বক্তব্য রাখেন-ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ, উপজেলা দাখিল মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুস সবুর, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাব্বির আহমদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার, বারহাল ডিগ্রি কলেজের সহকারী প্রভাষক আহমদ হোসেন, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মস্তাক আহমদ, সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আহমদুল কবির, থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দিন ও বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার শিক্ষক শামিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পরও শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা ক্ষুব্ধ। ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি মেনে না নিলে জাতীয়করণের এক দফা দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
বক্তারা “বর্তমান সরকারে তিনজন শিক্ষক প্রতিনিধি থাকা সত্ত্বেও বেসরকারি শিক্ষকদের দুঃখ-দুর্দশা এখনো নিরসন হয়নি উল্লেখ করে বলেন- আমরা ভিক্ষা চাই না, চাই ন্যায্য অধিকার।” তারা শিক্ষাখাতে উন্নয়নের স্বার্থে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও সরকারি শিক্ষক-কর্মচারীদের সমান সুযোগ-সুবিধা প্রদানের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply