সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ শেওলা-জকিগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থা। সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২ ঘটিকার সময় উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাসুম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গুরুসদয় স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল বিবেক বিহারী বিশ্বাসের সভাপতিত্বে ও বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নিজাম ওয়াজেদের পরিচালনায় এ মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার হাজারো শিক্ষার্থী ছাড়াও এলাকার বিপূল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ও উপজেলা আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, উপজেলা খেলাফত মজলিস নেতা মাওলানা আলী হোসেন, বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা স্পেন প্রবাসী জয়নাল আবেদীন, গুরুসদয় স্কুল এন্ড কলেজের প্রভাষক খালেদ হসাইন, লক্ষীবাজার নুরুল কোরান মাদ্রাসা মাদ্রাসার মুহতামীম মাওলানা সুলাইমান আহমদ, মাছুম বাজারের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও টুকের বাজারের ব্যবসায়ী হাফিজ মস্তাক আহমদ প্রমৃখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শেওলা-জকিগঞ্জ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এটি একটি মরনফাঁদে পরিণত হয়েছে। ছোট-বড় গর্তের কারণে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। বছরের পর বছর সড়কটি এভাবে পড়ে থাকায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে সড়কটি সংস্কার করা প্রয়োজন।
উল্লেখ্য যে, মানববন্ধনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোস্তফা কামাল, সহ সভাপতি আব্দুস শহীদ, আকমল হোসেন, জাহেদ আহমদ ফারহান, মসরুজ্জামান, লায়েস আহমদ মিনু, নুরুল হক, আব্দুর রাজ্জাক, দেলওয়ার হোসেন, হোসেন আহমদ তালুকদার, মারজান আহমদ, জামিল আহমদ, জামাল আহমদ, সাব্বির আহমদ চৌধুরী, মাওলানা শিহাব আহমদ, রিয়াজ উদ্দিন, মাওলানা হাফিজ লোকমান আহমদ, হাছান আহমদ চৌধুরী, কাওছার আহমদ চৌধুরী, নুরুল আমীন লিমন, ইসলাম উদ্দিন ও হাফিজ রায়হান আহমদ প্রমুখ।
Leave a Reply