ইউনাইটেড আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি সফল ব্যবসায়ী হিসাবে কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে সফল ব্যবসায়ী অ্যাওয়ার্ড পেয়েছেন জকিগঞ্জের সন্তান তরুণ ব্যবসায়ী সাহেদ আহমদ রাসেল। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে একজন সফল প্রবাসী ব্যবসায়ী হিসেবে এ সম্মাননা দেয়া হয়। তিনি অনুপস্থিত থাকায় তাঁর ছোট ভাই জাবেদ আহমদ-এর হাতে সম্মানজনক এ অ্যাওয়ার্ড তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।
এ সময় উপস্থিত ছিলেন-বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ ও সিলেট জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১শ’ ৩ জন প্রবাসী সিলেটী। এক হাজারের মত আবেদন করা প্রবাসীর মধ্যে ১শ’ ৩ জনকে বাছাই করেছে সিলেটের জেলা প্রশাসন। তন্মধ্যে জকিগঞ্জ উপজেলার কৃতি সন্তান ইউনাইটেড আরব আমিরাতের ডুবাই প্রবাসী সাহেদ আহমদ রাসেল অ্যাওয়ার্ড প্রাপ্ত হন।
এদিকে মো. শাহেদ আহমদ রাসেল এ সম্মাননা পেয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের আন্তরিকতা এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত। দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নত করার জন্য আমদেরকে বেশ কিছু কাজ করতে হবে। এর মধ্যে রয়েছে- রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, করহার ও সুদহার যৌক্তিক মাত্রায় আনা, জ্বালানি সরবরাহ নিশ্চিত করে শিল্পোৎপাদন সক্ষমতা বাড়ানো এবং অবকাঠামোও নীতি সহায়ক ব্যবস্থার সংস্কার করা।
তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের অর্থনীতি যখন বৈশ্বিক মন্দা কিংবা মুদ্রাস্ফীতির মতো সংকটে পড়ে তখন বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স যোদ্ধাদের ডলার দেশের অর্থনীতির মেরুদন্ড সোজা রাখে। বাংলাদেশের অগ্রযাত্রায় সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।
Leave a Reply