সিলেট নগরীর প্রাণকেন্দ্র লালদীঘির পাড় হকার্স মার্কেটে দাউ দাউ করে জ্বলছে আগুন।
সোমবার (২ মে) রাত ৩টা ১৮ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ সংবাদ লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেটের সবচেয়ে বড় এ মার্কেটে রাত ৩টা ১৮ মিনিটের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
তবে প্রাথমিক ভাবে অনেক ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে। কাপড়ের ব্যবসায়ী তাদের কাপড় রক্ষা করতে দিকবেদিক ছুটছেন। অনেক ব্যবসায়ীকে কান্না করতেও দেখা গেছে।
Leave a Reply