পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটে তিনশত অসহায়, হতদরিদ্র ও পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেছে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর টিলাগড় এলাকায় এই ইফতার বিতরণ করা হয়। সংস্থার সভাপতি যুক্তরাজ্য প্রবাসী তমাল আহমদ মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মোঃ মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরটিএম আল কবীর ট্রেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্র উপদেষ্টা ও সীমান্তিকের চেয়ারম্যান মাজেদ আহমদ চঞ্চল ও জকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস শহীদ তাপাদার।
এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মোঃ বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম, সহ সাধারণ সম্পাদক মোঃ শহীদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ছালমা বেগম, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক শামীম ও প্রবাসী বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ প্রমূখ।
ইফতার বিতরণ শেষে টিলাগড়স্থ স্কলার্স রেসিডেন্সে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে মোনাজাত করেন মাওলানা হাসিব আহমদ তাপাদার।
Leave a Reply