1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কমিউনিটি অ্যাওয়ার্ড পেয়েছেন জকিগঞ্জের আবুল হোসেইন সিলেট আসছেন বিপিএলের “সিলেট টাইটানস”র উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরী: বরণে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জে ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন শাহনেওয়াজ চৌধুরী রাহাত শাইখ আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের হিফজুল কুরআন প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কানাইঘাটে কেমুসাসের শেকড়ের সন্ধানে অভিযাত্রা বিএনপির সমর্থন পেয়ে নিজ এলাকায় ফিরে নির্বাচন পরিচালনা কমিটির সাথে বৈঠক করলেন জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক জকিগঞ্জে আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন সিলেটস্থ কানাইঘাট-জকিগঞ্জ ফোরামের ইসলামী আন্দোলনে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা প্রতিদিন রাত ১১টার পর বন্ধ থাকবে জকিগঞ্জ বাজার

সিলেট আসছেন বিপিএলের “সিলেট টাইটানস”র উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরী: বরণে ব্যাপক প্রস্তুতি

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেসী, শিক্ষানুরাগী ও দানবীর ফাহিম আল্ চৌধুরী সোমবার বিকেল ৩টায় বেসরকারি হেলিকপ্টার নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবেন। তাঁর আগমনকে ঘিরে সিলেটজুড়ে বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও আনন্দের আবহ তৈরি হয়েছে।
জানা যায়, বিপিএল উদ্যোমে যখন মজেছে পুরো সিলেট। ঠিক সেই উদ্যোমে অলংকার হয়ে উঠেছে সিলেট টাইটানস উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর বাহারী ফেস্টুন ও বিলবোর্ড। নগরীর মোড়ে মোড়ে ওই বিলবোর্ডগুলো যেন বাড়তি অনন্য আকর্ষণ।
বিপিএল সিলেটে প্রতিনিধিত্ব করছে সিলেট টাইটানস। নতুন মালিকানায় টিমটি শুরুতেই ভালো করে এগিয়ে গেছে সাফল্যের অর্ধেক পথ। প্রচার প্রচারণা সহ সামগ্রীর ব্যবস্থাপনায় পরিনত হয়েছে বিপিএলের জমজমাট আসরের শিকারী বাঘে।
গত ২৭ ডিসেম্বর নোয়াখালী এক্সপ্রেসের সাথে দুর্দান্ত খেলে দেখিয়ে দিয়েছে তাদের কাংখিত শক্তি-মত্তা। ওই টিমের গোপন শক্তি টপ বস ফাহিম আল চৌধুরীর দল বান্ধব ক্যারিশমা। কারন যেখানে হাত দেন তিনি, সেখানে সোনা ফলে সিলেটে কৃতিমান ওই সন্তানের যতনে। বিপিএলে ব্যাতিক্রম ঘটবে না, এমন অভিমত টিম সংশ্লিষ্টদের।
আগামী ৩০ ডিসেম্বর বেলা ১ টায় সিলেট টাইটানস মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালসের। সেই ম্যাচ মাঠে বসে প্রত্যক্ষ করে দলকে মনোবল যোগাতে সোমবার সিলেট এক সংক্ষিপ্ত সফরে আসছেন দলের উপদেষ্টা ও ফাহিম আল চৌধুরী ট্রাস্ট-এর চেয়ারম্যান ও বহুজাতিক ব্যবসায়ী যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল চৌধুরী।
এদিকে ফাহিম আল্ চৌধুরীকে বরণে গ্রহন করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। টিম সিলেট টাইটানস ও ফাহিম আল চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে দেয়া হবে বিমানবন্দরে এক সংবর্ধনাও। এছাড়া সিলেটের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বরণ করবেন তাকে।
অপরদিকে জিয়া পরিবারের ঘনিষ্ঠ ফাহিম আল চৌধুরী ইতিমধ্যে মানবিক কার্যক্রমে ব্যাপক প্রশংসিত হয়েছেন। সিলেটের জকিগঞ্জ-কানাইঘাটে শিক্ষা, চিকিৎসা, উন্নয়ন ও মানবিক কার্যক্রমসহ জনকল্যাণমূলক মুখী নানা উদ্যোগে সর্বস্তরের মানুষের কাছে তিনি যেন এক ন্যাচারাল হিরো। সেকারনে বিমানবন্দরে উৎসুক মানুষের ঢল নামবে বলে মনে করছেন বিমানবন্দর সংশ্লিষ্টরাও
জন্মভূমির মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসার কথা জানিয়ে ফাহিম আল চৌধুরী বলেন, মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই তাঁর আত্মিক প্রশান্তির জায়গা। সেই ভালোবাসা থেকেই আগামী ৩০ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস ম্যাচটি সরাসরি মাঠে বসে উপভোগ করার উদ্যোগ নিয়েছেন তিনি।
এ উপলক্ষে ইতোমধ্যে বিপুলসংখ্যক টিকিট সংরক্ষণ করা হয়েছে, যাতে সাধারণ দর্শকরা বিনামূল্যে খেলা উপভোগ করতে পারেন। ফাহিম আল চৌধুরীর ভাষায়, এটি কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং জন্মভূমির মানুষের প্রতি ভালোবাসার ঋণ শোধের একটি ক্ষুদ্র প্রয়াস।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট