1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিদিন রাত ১১টার পর বন্ধ থাকবে জকিগঞ্জ বাজার হাফসা মজুমদার প্রতিভা নিবাসের ছাত্রী রিফাহ সানজিদা নাবিলাহ্‌ ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে জকিগঞ্জের সুরমা-কুশিয়ারা নদী এখন ধু-ধু বালুচর! আজকাল সমাজ কল্যাণ সংস্থা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিএনপি নেতা জাকির হোসাইনের উদ্যোগে ইছামতি ডিগ্রি কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত গঙ্গাজলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট-এর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: বৃত্তির সংখ্যা দ্বিগুণ সিলেট-৫ আসনে জাপার মনোনয়ন পেলেন সাইফুদ্দিন খালেদ রাত পোহালেই বালাউটি ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিল: সকল প্রস্তুতি সম্পন্ন সিলেট-৫ আসনে জামায়াত প্রার্থী আনওয়ার হোসাইন খানের মনোনয়ন পত্র সংগ্রহ

হাফসা মজুমদার প্রতিভা নিবাসের ছাত্রী রিফাহ সানজিদা নাবিলাহ্‌ ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে

আহমদুল হক চৌধুরী বেলাল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাফছা মজুমদার ‘প্রতিভা নিবাসে মেধাবী শিক্ষার্থী রিফাহ সানজিদা নাবিলাহ্‌ দেশের সেরা ঢাকা মেডিকেল কলেজে (ডিএমসি) ভর্তির সুযোগ পেয়েছেন। ‎২০২৫-২৬ সেশনের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ১৮৭.৫০ স্কোর পেয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে সে ভর্তির চান্স পেয়েছে। তার এই আকাশছোঁয়া সাফল্যে পুরো জকিগঞ্জ জুড়ে বইছে আনন্দের হাওয়া। রিফাহ সানজিদা নাবিলাহ্‌-এর মা রুমানা আফরোজ ছিলেন জকিগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা। সেই সুবাদে সে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
পরবর্তীতে তাকে ভর্তি করা হয় হাফসা মজুমদার প্রতিভা নিবাসে। ‎​স্বপ্নপূরণের কারিগর এই ‘প্রতিভা নিবাস’ ‎দীর্ঘদিন ধরে জকিগঞ্জ-কানাইঘাটের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। মেধা থাকা সত্ত্বেও যারা সামাজিক প্রতিকূলতায় পিছিয়ে পড়ার শঙ্কায় থাকে, তাদের জন্য এক নিরাপদ আশ্রয় ও আলোকবর্তিকা এই প্রতিষ্ঠানটি। নাবিলাহ্‌র এই অর্জন প্রতিষ্ঠানটির সেই মহৎ উদ্দেশ্যের সার্থকতাকে আরও একবার প্রমাণ করলো।‎​ গর্বিত অভিভাবক ও প্রতিষ্ঠান।
‎​নাবিলাহ্‌র এই অসামান্য কৃতিত্বে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব মোঃ কুতুব উদ্দিন অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন:‎​”হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ‘প্রতিভা নিবাস’ প্রজেক্টটি ২০২২ সালে যাত্রা শুরু করে। ট্রাস্টের সভাপতি মেজর (অব.) নাজিম উদ্দীন মজুমদারের কঠোর পরিশ্রম এবং সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতায় এই নিবাসটি আজ পঞ্চম বছরে পদার্পণ করতে যাচ্ছে। আমাদের কৃতি শিক্ষার্থী নাবিলাহ্‌ এই নিবাসের প্রথম বর্ষের ছাত্রী।আমি নাবিলাহ্‌কে তার এই সাফল্যের জন্য এবং এই প্রতিভা নিবাসের প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
‎তিনি আরো বলেন “এখানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেধাবী ছাত্রীদের সম্পূর্ণ বিনা খরচে লেখাপড়ার সুবর্ণ সুযোগ প্রদান করা হয়।​
‎নাবিলাহ্‌র এই অসাধারণ কৃতিত্বে আবেগাপ্লুত প্রতিভা নিবাসের সুপার লিজা বেগম। তিনি বলেন, “নাবিলাহ্‌র এই সাফল্যে আমরা আজ গর্বিত ও আনন্দিত। প্রতিভা নিবাসের প্রতিটি সদস্য আজ মনে করছে তাদের শ্রম সার্থক হয়েছে। আমাদের বিশ্বাস, নাবিলাহ্‌ ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে দেশের সেবা করবেন।”
‎​উল্লাস হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজে
‎নাবিলাহ্‌র এই জয়ে শুধু প্রতিভা নিবাস নয়, বরং পুরো হাফসা মজুমদার মহিলা কলেজ ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। সহপাঠী ও শিক্ষকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
জানা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জকিগঞ্জের হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয় নাবিলাহ্। এর আগে সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষায় অনুরূপ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট