গণমাধ্যমকে প্রায়শই রাষ্ট্রের “চতুর্থ স্তম্ভ” হিসেবে অভিহিত করা হয়। পাশাপাশি গণমাধ্যমকে সমাজের দর্পণও বলা হয়। সংবাদপত্র বা গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সমাজে ভালো মন্দ যা-ই ঘটুক তা জনগণের সামনে বস্তুনিষ্ঠ ও নির্মোহভাবে তুলে ধরা।
২০১২ সালের ২৫ আগস্ট এক বিশাল স্বপ্ন নিয়ে আত্মপ্রকাশ করে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জের স্বনামধন্য ও পাঠকনন্দিত স্থানীয় পত্রিকা ‘সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ’। নানাবিধ চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে সুদীর্ঘ ১৩ বছর পেড়িয়ে আজ সফলতা ও অর্জনের ১৪ বছরে পদার্পণ করেছে পত্রিকাটি।
বলে রাখা দরকার, বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে সিলেট জেলা শহর থেকে প্রায় একশত কিলোমিটার দূরের উপজেলা হচ্ছে জকিগঞ্জ। প্রান্তিক এ জনপদের অনেক গুরুত্বপূর্ণ সংবাদ দেশের জাতীয় পত্রিকায় খুবই অল্প প্রকাশ হতো। সিলেটের স্থানীয় পত্রিকাগুলোতেও তেমন একটা গুরুত্বসহকারে প্রকাশ হতো না সংবাদগুলো।২০০৭/০৮ সালের দিকে সাংবাদিকতা জগতে আসার পর থেকে বিষয়টি আমাকে ব্যাপকভাবে পীড়া দিতে শুরু করে। সেই লক্ষে প্রথমে আমি আর্থিক দিক বিবেচনা করে ২০১১ সালের দিকে একটি অনলাইন নিউজ পোর্টাল চালু করি। যেটা ছিল জকিগঞ্জের প্রথম অনলাইন নিউজ পোর্টাল। এরপর তাতে ব্যাপক সাড়া পড়লে অনেকেই একটি পূর্ণাঙ্গ প্রিন্ট পত্রিকা প্রকাশের পরামর্শ দেন। এমনি একদিন ফোন করে সিলেট নগরীর উপশহরের বাসায় চায়ের দাওয়াত দেন যুক্তরাজ্য প্রবাসী জকিগঞ্জের কৃতি সন্তান জনাব ফাহিম আল চৌধুরী ভাই। ভাইয়ের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় তিনি আমার কথা শুনে একটি প্রিন্ট পত্রিকা প্রকাশের পরামর্শ দেন। সেই অনুযায়ী সরকারি অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করি। দীর্ঘ কয়েক মাস তদন্ত শেষে ২০১২ সালের ১১ জুন সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ অনুমোদন লাভ করে। এরপর বিভিন্ন ব্যক্তিবর্গের সহযোগিতায় ২০১৭ সাল পর্যন্ত প্রায় পাঁচ বছর নিয়মিতভাবে পত্রিকা প্রকাশ হয় এবং অনলাইন নিউজ পোর্টাল নিয়মিত আপডেট দেয়া হয়। ২০১৭ সালের পর থেকে ২০২৫ সাল পর্যন্ত অনলাইন নিউজ পোর্টাল চালু থাকলেও অর্থনৈতিক সংকটসহ নানা প্রতিবন্ধকতার কারণে প্রিন্ট পত্রিকা অনিয়মিত হয়ে পড়ে। চলতি বছরের জুন মাসে পত্রিকার প্রিন্ট কপি নতুন করে প্রকাশের অনুপ্ররেণা দেন অস্ট্রেলিয়া প্রবাসী জকিগঞ্জের তরুণ সমাজসেবী জাহিদুর রহমান ভাই। উনার অনুপ্ররেণায় জুলাই মাসের ৪টি সংখ্যা প্রকাশিত হয়। অত্যন্ত ব্যায় বহুল এই কাজটি সম্পাদন করা কঠিন হলেও জাহিদ ভাই সেই কাজ চালু রাখার অনুপ্ররেণা দিতে থাকেন। এমনি এক প্রেক্ষাপটে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ প্রকাশনার পুরো দায়িত্ব গ্রহণ করেন ফাহিম আল চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শিল্পপতি, সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব ফাহিম আল চৌধুরী ভাই। যিনি বর্তমানে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান পৃষ্টপোষক হিসাবে দায়িত্ব পালন করছেন। ফাহিম ভাই দায়িত্ব গ্রহণের পর জকিগঞ্জবাসীর স্বপ্নের প্রতিচ্ছবি সর্বত্র ফুটে উঠতে শুরু করেছে। ধারাবাহিকভাবে জকিগঞ্জ সংবাদ এখন প্রিন্ট কপি প্রকাশ হচ্ছে। অনলাইন নিউজ পোর্টাল নিয়মিত আপডেট হচ্ছে। দেশ-বিদেশের পাঠকদের জন্য ই-পেপার করা হয়েছে। সব মিলিয়ে জকিগঞ্জ সংবাদ এখন জকিগঞ্জবাসীর স্বপ্নের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
Leave a Reply