জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর বিতর্কিত নির্বাচন হাইকোর্টের আপীল বিভাগেও বাতিল ও পূনরায় নির্বাচনের আদেশ বহাল রয়েছে।
জানা যায়, ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোঃ আব্দুল খালিক তাপাদারের দায়েরী রীট পিটিশন নং১০২৩/২০২২ এ প্রদত্ত্ব বিগত ৩১ জানুয়ারী-২০২২ খ্রিস্টাব্দ তারিখের আদেশের বিরুদ্ধে বিতর্কিত ও সম্প্রতি বাতিলকৃত উক্ত নির্বাচনের এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল নং ৮৮৫/২০২২ দায়ের করে হাইকোর্টের উক্ত আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে এক আবেদন করেন।
সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২২ মার্চ) এই আবেদনের উপর চেম্বার জজ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন বিজ্ঞ আইনজীবী আমিনুল ইসলাম এবং প্রতিপক্ষ রীটকারীর পক্ষে শুনানি করেন বিজ্ঞ আইনজীবী ইকবাল কবির ও দিদার আলম কল্লোল। শুনানি শেষে বিজ্ঞ আদালত ‘নো ওর্ডার’ আদেশ দেন। ফলে হাইকোর্টের পুনরায় নির্বাচনের আদেশটি স্থগিত না হয়ে বহাল থেকে যায়।
Leave a Reply