জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর গঙ্গাজল গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক খাঁন।
এ পত্রে তিনি উল্লেখ করেন, জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি’র সুপারিশের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি আগামী নভেম্বর-২০২২ এর মধ্যে সকল উপজেলা ও পৌরসভা কমিটি সম্পন্ন করে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করার শর্তে সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
জানা যায়, একজন উচ্চ শিক্ষিত ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে সিলেটের সর্ব মহলে সাইফুদ্দিন খালেদ বেশ পরিচিত। তিনি এ দায়িত্ব প্রাপ্তির পূর্ব থেকেই জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাজনীতির বাইরেও তাঁর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি সিলেট গ্রামার স্কুল ও সিলনেট সিকিউরিটিজ লি: এর চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি দেশ জেনারেল ইন্সুরেন্স কোং লি:, প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লি: ও প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লি:-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার রোডে অবস্থিত হোটেল আল মদিনার প্রোপ্রাইটরও তিনি।
এ প্রসঙ্গে সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ বলেন, আমি প্রথমেই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয় ও মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি মহোদয় সহ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনারা আমাকে যে আশা ও বিশ্বাস নিয়ে সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনোনীত করেছেন তা বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। এ ক্ষেত্রে আমি সিলেট জেলা জাতীয় পার্টি, সকল উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির নেতাকর্মীদের আন্তরিক সহযোগীতা কামনা করছি।
Leave a Reply