নিজের এবং নিজের সন্তানের জন্য পবিত্র ঈদুল ফিতরের কেনাকাটা করতে যাচ্ছিলেন প্রবাসীর স্ত্রী গৃহবধু শারমিন আক্তার রিমা (২৮)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে ঈদ বাজার না করেই লাশ হয়ে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে ফিরতে হয়েছে! নিজের ১৬ মাস বয়সী একমাত্র ছেলে জারিফ বিন হামিদ-এর হাতে তুলে দেওয়া হলো না ঈদের পোশাক। এর আগেই সে যাত্রীবাহী লেগুনা গাড়ি থেকে সটকে পড়ে প্রাণ হারিয়েছেন।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম থেকে কালিগঞ্জ বাজারে ঈদের কেনাকাটায় যাওয়ার পথে কালিগঞ্জ বাজারের পশ্চিমে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধু শারমিন আক্তার রিমা ছাড়া আর কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
নিহত শারমিন আক্তার রিমা জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৭নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর জামুরাইল গ্রামের প্রবাসী মোহাম্মদ আব্দুল হামিদ-এর স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়ন-এর আটগ্রাম নালুহাটি গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, গৃহবধু শারমিন আক্তার রিমা বাবার বাড়ি থেকে ঈদের কেনাকাটা করার জন্য নিজের মাকে নিয়ে স্থানীয় কালিগঞ্জ বাজারে যাচ্ছিলেন। তাকে বহনকারী যাত্রীবাহী লেগুনা গাড়িটি কালিগঞ্জ বাজারে পশ্চিমে যাওয়া মাত্র গাড়িটি লাফালাফি শুরু করলে সে প্রাণ ভয়ে আত্মরক্ষার্থে নীচে লাফ দেয়। এতে সে তার মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে হেতিমগঞ্জ এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় পুরো জকিগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান বলেন, ঘাতক লেগুনা আটক করে জকিগঞ্জ থানায় নেয়া হয়েছে। নিহত গৃহবধুর স্বামী ও বাবার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী লাশ বিনা ময়নাতদন্তে দাফনের প্রক্রিয়া চলছে।
Leave a Reply