জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাক রেখে অবরোধ করে ট্রাক শ্রমিকরা। এনিয়ে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে।
জানা যায়, রোববার (৫ জুন) সকালে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট এ.কে.এম. ফয়সাল সরকারি নির্দেশনা অনুযায়ী সোনাসার বাসষ্টেশনে গিয়ে ট্রাক শ্রমিক কর্তৃক নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে ক্ষোব্ধ হয়ে উঠে ট্রাক শ্রমিকরা। এর জের ধরে বিকাল ২ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত টানা ৫ ঘন্টা সিলেট-জকিগঞ্জ সড়কের শাহগলী বাসষ্টেশন, কালিগঞ্জ বাজার ও সোনাসার বাসষ্টেশনে এলোপাথাড়ি ট্রাক রেখে সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।
পরে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমানের সাথে আলোচনা করে সন্ধ্যার দিকে অবরোধ তুলে নেয় এসব শ্রমিক নেতারা।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল বলেন, আমি সম্পূর্ণ সরকারি নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করেছি। তবুও তারা ক্ষোব্ধ হয়ে সড়ক অবরোধ করেছে। পরে ডিসি স্যারের সাথে কথা বলে তারা অবরোধ প্রত্যাহার করেছে।
এ বিষয়ে শ্রমিক নেতাদের সাথে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
Leave a Reply