সিলেট নগরীর বন্যা কবলিত বিভিন্ন এলাকার মানুষের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে পাঁশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও একাত্তরের রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বুধবার (২২ জুন) দিনভর তিনি সিলেট নগরীর ইসলামপুর, নূরপুর ও ভাটপাড়া এলাকায় বন্যার্তদের মধ্যে এসব রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।
রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণকালে বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক নির্দেশিত হয়ে নিজ উদ্যোগে সকলের সহযোগীতায় যে কয় দিন বন্যার পানি থাকবে আমরা অসহায় মানুষের পাঁশে থাকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। তিনি সকলকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানুষের পাঁশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, আমরা খুব শীগ্রই এ দূর্যোগ কাটিয়ে নতুন সূর্যের আলো দেখব ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের
শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুর করিম, সিলেট জেলা যুবলীগ নেতা বিরাজ কান্তি দাস তপু, সিলেট মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মনসুরী, সাংবাদিক পিংকু দাস, প্রবাসী আব্দুল কাদির, ছাত্রলীগ কর্মী দূর্জয়, সুহেব আহমদ ও শিবগঞ্জের ব্যবসায়ী জামিল আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply