জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৫নং ওয়ার্ডের অন্তর্গত পলাশপুর তাপাদার বাড়ির উদ্যোগে এলাকার প্রায় দেড় শতাধিক বন্যা কবলিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিকাল ৪ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজারে উত্তরে বালাউট রাস্তার পাঁশে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও পলাশপুর তাপাদার বাড়ির সন্তান মাওলানা নেজাম উদ্দিন, সমাজসেবী ফরিদ উদ্দিন, শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস ও রশীদ আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে মাওলানা নেজাম উদ্দিন বলেন, নিজ এলাকার বন্যা কবলিত মানুষের দুঃখ ও দুর্দশা দেখে আমরা বসে থাকতে পারিনি। আমি নিজে এবং আমার চাচাতো ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী মাহমুদুল করীম ও মাহমুদুল কাদির-এর সমন্বয়ে বিভিন্ন ব্যক্তিবর্গের সহযোগিতায় আমরা সামান্য খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পাঁশে দাঁড়িয়েছি। আমরা নৌকা যোগে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত বন্যা কবলিত পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের এসব বিতরণ কার্যক্রমে আমাদের পরিবারের সদস্যদের পাঁশাপাশি এলাকার অনেকেই সহযোগিতা করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই।
Leave a Reply