করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের অংশ হিসেবে মঙ্গলবার জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে করোনার বুষ্টার ডোজ দেয়া হচ্ছে। বুষ্টার ডোজের এই কার্যক্রম এক দিন পরিচালনা করা হবে। মঙ্গলবার (১৯শে জুলাই) সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে এবং বিকাল ৩টা পর্যন্ত চলবে।
জানা যায়, ১৮ বছরের বেশি যে কারও দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলে ১৯ জুলাই মঙ্গলবার বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।
বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা ব্যবহার হবে। তবে বুস্টার ডোজ নেওয়ার জন্য উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। অর্থাৎ, কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ দেখাতে হবে।
উপযুক্ত প্রমাণ দেখিয়ে নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকাগ্রহীতা বুস্টার ডোজ নিতে পারবেন। সব টিকাদান কেন্দ্রে ফাইজার টিকা প্রদানের শর্তাবলি অনুসরণ করা হবে।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোঃ আব্দুল আহাদ বলেন, মনে রাখবেন কোভিড ভ্যাক্সিন/করোনা ভ্যাক্সিন করোনা ভাইরাস প্রতিরোধ করে এবং উক্ত রোগে আক্রান্ত হলেও মৃত্যুর ঝুঁকি অনেক কম। তাই আসুন আমরা সকলে বুষ্টার ডোজ গ্রহণের মাধ্যমে নিজে সুরক্ষিত হই এবং দেশকে সুরক্ষিত করি।
Leave a Reply